ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্ত্রসহ ৮ জন গ্রেফতার

রাজধানীতে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

প্রকাশিত: ০৬:০৬, ৬ নভেম্বর ২০১৬

রাজধানীতে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হয়েছে। এদিকে চকবাজারে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে পিটিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া পল্টন, দারুস সালাম ও রামপুরা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার রাজধানীর দারুস সালামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবর রহমান জানান, ভোরেরদিকে দারুস সালাম থানাধীন মাজার রোডে রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত ওই নারী। এ সময় দ্রুতগামী যানবাহনের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহতের পরনে প্রিন্টের শাড়ি ছিল। এদিকে একইদিন সকালে রাজধানীর মহাখালী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫০) এক পথচারীর মৃত্যু হয়েছে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদ রানা জানান, সকাল ৭টার দিকে অজ্ঞাত ওই পথচারীর রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের পরনে চেক লুঙ্গি ছিল। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আওয়ামী লীগ নেতাকে পিটিয়েছে ॥ রাজধানীর চকবাজারে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে পিটিয়েছে দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের নাম হাজী মারুফ হোসেন খোকা (৪৮)। তিনি ৩৯ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাবার নাম আব্দুল আলী ব্যাপারী। চকবাজার থানাধীন পূর্ব ইসলামবাগে সপরিবারে থাকেন। আহত হাজী মারুফ হোসেনের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, শনিবার সোয়া তিনটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে ইসলামবাগ বাজারে জাভেদ হোসেন, রতনসহ ১৫/২০ জন মারুফ হোসেন খোকাকে এলোপাতাড়ি মারধর করে। দেশীয় অস্ত্রসহ ৮ জন গ্রেফতার ॥ রাজধানীর পল্টন, দারুস সালাম ও রামপুরা এলাকায় ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মিনার হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ হাসান ও মোঃ হৃদয়, মোঃ সোহেল ও সুমন ওরফে কাটা সুমন, আলামিন ও রিপন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার এ এস এম হাফিজুর রহমান জানান, শনিবার মধ্যরাতে পল্টন থানার এসআই সৌমেন বড়ুয়ার নেতৃত্বে একটি টিম মাওলানা ভাসানী স্টেডিয়ামের দক্ষিণ পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে মিনার হোসেন, নজরুল ইসলাম, হাসান ও হৃদয় নামে ৪ জনকে গ্রেফতার করে।
×