ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলকাতায় শব্দাবলীর তিন দিনের নাট্যোৎসব

প্রকাশিত: ০৩:৪২, ৬ নভেম্বর ২০১৬

কলকাতায় শব্দাবলীর তিন দিনের নাট্যোৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের অন্যতম নন্দিত নাট্য সংগঠন বরিশালের ‘শব্দাবলী স্টুডিও থিয়েটার’ এর ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘নিয়মিত নাট্যচর্চার রূপালি কথন পেশাদারিত্বের খোঁজে পঁচিশ বছর’ শিরোনামে বছরব্যাপী বিশেষ আয়োজন করা হয়েছে। এই আয়োজনের তৃতীয় পর্বে কলকাতার কালীঘাটের তপন থিয়েটারে ‘ধান-নদী-খাল এই তিনে বরিশাল’ সেøাগানে আয়োজন করা হয়েছে তিন দিনের বিশেষ নাট্যোৎসব। এই উৎসব শুরু হয়েছে গতকাল শনিবার ৫ নবেম্বর। উৎসব শেষ হবে আগামীকাল ৭ নবেম্বর সোমবার। উৎসবের উদ্বেধনী দিনের আয়োজনে ছিল আলোচনা সভা ও নাটক মঞ্চায়ন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব প্রবীর গুহ, নাট্যকার চন্দন সেন, কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের ফার্স্ট প্রেস সেক্রেটারি মোফাকখারুল ইকবাল, সমর মিত্র প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদসব পরিষদের চেয়ারম্যান সাহান আরা বেগম। আলোচনাসভা শেষে সন্ধ্যায় মঞ্চস্থ হয় দলের ৫২তম প্রযোজনা নাটক ‘ফণা’। শাহমান মৈশান রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। আজ রবিবার উৎসবের দ্বিতীয় দিনে বিকেল ৪টায় রয়েছে ‘বরিশাল শব্দাবলী স্টুডিও থিয়েটার : একটি নির্মোহ মূল্যায়ন’ শীর্ষক সেমিনার। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন সৈয়দ তানভীর আহমেদ সিডনী। আলোচনা করবেন মনোজ মিত্র, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ড. আশীষ গোস্বামী, আমিনুর রহমান মুকুল। সেমিনার সঞ্চালনা করবেন নাট্য গবেষক অংশুমান ভৌমিক। সভাপতিত্ব করবেন শব্দাবলীর প্রধান সৈয়দ দুলাল। সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে নাটক ‘নীল ময়ূরের যৌবন’। মূল উপন্যাস সেলিনা হোসেন, নাট্যরূপ সুনন্দ বাশার, নির্দেশনা সৈয়দ দুলাল। উৎসবে আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রয়েছে দলের ২৫তম প্রযোজনা নাটক ‘সাহেব চাঁন্দের ঈদ ভোজন’। নাটকের মূল গল্প সৈয়দ শামসুল হক, নাট্য ভাবনা সৈয়দ দুলাল, নাট্যরূপ দেবাশীষ ঘোষ ও অনিমেষ সাহা লিটু, নির্দেশনায় ফজলুর রহমান পলাশ। তপন থিয়েটারের আয়োজনে এই উৎসবের সার্বিক পরিকল্পনায় রয়েছে নিভা আর্টস এবং সহযোগিতায় ভাবনা থিয়েটার। তিনটি নাটক মঞ্চায়নের লক্ষে শব্দাবলীর ৩৬ সদস্য বিশিষ্ট একটি নাট্যদল বৃহস্পতিবার কলকাতা পৌঁছে। এই আয়োজন নিয়ে ইতোমধ্যে কলকাতার কালিঘাট মেট্টো এলাকার তপন থিয়েটারে উৎসবের আমেজ বিরাজ করছে বলে জানা গেছে। পিতৃপুরুষের সাবেক বাস্তুভিটা এলাকার একটি নাট্যদলের কলাকাতায় উৎসব নিয়ে অনেকটাই উচ্ছ্বসিত উপমহাদেশের বিশিষ্ট নাট্য গবেষক ও নাট্য সমালোচক অংশুমান ভৌমিক। কারণ উৎসবের একটি সেমিনার সঞ্চালনার দায়িত্ব পরেছে তার উপর। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার তিনি উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন ‘বরিশাইল্যা নাটুয়ার দল শব্দাবলী এখন কইলকাতায়। ৫, ৬, ৭ নবেম্বর, মানে এই শনি, রবি আর সোমবার তারা নাটক করবেন। কালীঘাটের তপন থিয়েটারে। তিন দিন তিনটে নাটক। আলাদা আলাদা। মাঝের দিন বিকেলে একটা সেমিনারও আছে নাটক নিয়ে। বক্তিয়ারদের মধ্যে আমিও থাকব। কলকাত্তাইয়া হয়ে। নাকি বরিশাইল্যা হয়ে? জানি না। শুধু জানি দিনকাল অন্য রকম হলে এই নাটুয়াদের মধ্যে আমাকেও দেখা যেত। আমার পিতৃপুরুষের দ্যাশ বরিশাল। মেহেন্দিগঞ্জ, পাতারহাট। বাবা এসে পড়েছিলেন সেই কবে, দেশভাগের পরপরই। জ্যাঠামশাইও শেষমেশ এসে পড়েছিলেন, বছর কুড়ি আগে। কিন্তু অন্তত দুই কুড়ি বছর ধরে আমার চেতনায় ধরা আছে বরিশাল। সেই সুপারিবনের সারি, পানের বরজ, পুকুর, খাল-বিল। এখন তো বাংলাদেশ আমারও দেশ। বরিশাল আরও আমার। তাই বরিশাইল্যা ভাইবোনেরা কইলকাতায় এলে খাতিরদারির জিম্মেদারি আমার ঘাড়েও পড়ে। আর তাই আপনাগো নিমন্ত্রণ দিত্যাসি। আইস্যেন। পুরা প্রোগ্রামের লগে আছে। দেইখ্যেন। আমার মতো অনেকের বুকের ভেতর বাংলাদেশ আছে। পাথরচাপা। তুইল্যা দ্যাখবেন না? শব্দাবলীর নাটুয়ারা এই মিলন উৎসবের সেøাাগান দিসেন ‘ধান-নদী-খাল এই তিনে বরিশাল’। যাইবেন নাকি নাও বাইতে?’
×