ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

উচ্ছেদ করেও স্থায়ীভাবে দখলমুক্ত করা যাচ্ছে না রাজধানীর ফুটপাথ

প্রকাশিত: ০৬:৩৯, ৫ নভেম্বর ২০১৬

উচ্ছেদ করেও স্থায়ীভাবে দখলমুক্ত করা যাচ্ছে না রাজধানীর ফুটপাথ

স্টাফ রিপোর্টার ॥ বছর বছর নিয়মিত বিরতিতে হকার উচ্ছেদ করেও স্থায়ীভাবে দখলমুক্ত করা যাচ্ছে না রাজধানীর ফুটপাথ। ফলে ক্রমবর্ধমান জনসংখ্যার রাজধানীতে প্রতিদিনই সংকুচিত হচ্ছে নগরবাসীর জন্য পায়ে চলার পথ। বার বার উচ্ছেদের মাধ্যমে অর্থ অপচয় না করে হকারবান্ধব ফুটপাথ নির্মাণের পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। অন্যদিকে ফুটপাথ নির্মাণে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। ত্রিপলের ছাউনি দেখে যে কেউ ভুল করে বসতে পারেন কোন সমাবেশ ও অনুষ্ঠান হচ্ছে সামিয়ানার নিচে। কিন্তু বাস্তবতা হলো ফুটপাথ দখল করে রাস্তায় বছরের পর বছর ধরে অবৈধভাবে ব্যবসা করছেন হকাররা। এর মাঝেই প্রতিদিন স্কুল-কলেজ, অফিস-আদালতে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি করে পার হচ্ছেন পথচারী। ফুটপাথের দোকানটিতে গত ১০ বছর কাজ করছেন কর্মচারীরা। দোকানের বয়স ২৫ থেকে ৩০ বছর। প্রতিমাসেই ২ থেকে ৪ বার উচ্ছেদ করা হয়। কিন্তু দখল আর উচ্ছেদের এই ইঁদুর বিড়াল দৌড় যেন থামছেই না। ফুটপাথে ব্যবসা করতে অর্থের বিনিময়ে স্থান বরাদ্দ নেয়ার কথা জানান অনেকে। কেবল হকারই না ফুটপাথে বসতিও গড়ে তুলেছে ভাসমান মানুষ। রাজধানীর ৪শ’ কিলোমিটার ফুটপাথের ৮২ ভাগই হাঁটার অনুপযোগী হয়ে যাচ্ছে বলে গবেষণায় জানায় বেসরকারী সংস্থা। আর এভাবেই প্রতিদিন নগরবাসীর জন্য চলাচলের ফুটপাথের জায়গা সঙ্কুচিত হচ্ছে। তাই বিশেষজ্ঞরা বলছেন সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। মানবিক কারণে হকারদের পুরোপুরি উচ্ছেদ করা যাচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। হকার ও পথচারীবান্ধব ফুটপাথ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হবে বলেও জানান তিনি। এছাড়াও এলিভেটেড ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথাও জানান সিটি মেয়র।
×