ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার মালয়েশিয়াও ঝুঁকছে চীনের দিকে

প্রকাশিত: ০৬:২০, ৫ নভেম্বর ২০১৬

এবার মালয়েশিয়াও ঝুঁকছে চীনের দিকে

চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তিনি পশ্চিমাদের প্রতি আক্রমণ করে বলেন, সাবেক ঔপনিবেশিক দেশগুলোর উপদেশ বন্ধ করা উচিত। যদিও তারা এক সময় অনেক দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। খবর ইয়াহু নিউজের। নাজিব এখন বেজিং সফর করছেন। তার আগে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে চীন সফর করেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন এবং তার দেশে চীনা বিনিয়োগের জন্য কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। ছয় দিনের চীন সফরে নাজিব রাষ্ট্রপরিচালিত পত্রিকা চায়না ডেইলির এক সম্পাদকীয়তে বলেন, ছোট দেশগুলোর প্রতি বড় দেশগুলোর উচিত ভালভাবে আচরণ করা। তিনি লেখেন- ‘এই বড় দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত সাবেক ঔপনিবেশিক ক্ষমতাধররা। বর্তমানে অনেক দেশের প্রতি নসিহত করা তাদের জন্য উচিত হবে না। যদিও তারা অতীতে বলে দিত কিভাবে ছোট দেশগুলোর অভ্যন্তরীণ বিষয় সামলাতে হবে।’ ফিলিপিন্স সাবেক স্পেনিশ ও মার্কিন উপনিবেশ এবং মালয়েশিয়া সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশ। গত জুলাইয়ে মার্কিন বিচার দফতর নাজিবকে একটি অর্থপাচার কেলেঙ্কারিতে জড়িয়ে মামলা দায়েরের পর তিনি এখন চীনের সঙ্গে বন্ধন শক্তিশালী করতে চাইছেন। এ অঞ্চলে মার্কিন প্রভাব মোকাবেলায় চীনের ভূমিকার প্রেক্ষাপটে ফিলিপিন্স ও মালয়েশিয়ার এ অবস্থান পরিবর্তন ব্যাপক তাৎপর্যের সঙ্গে দেখা হচ্ছে। নাজিব আরও লেখেনÑ দক্ষিণ চীন সাগরের বিরোধ আইনের বিধান মোতাবেক সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিন মঙ্গলবার বলেন, মালয়েশিয়া বেজিংকে দক্ষিণ চীন সাগর বিরোধ দ্বিপক্ষীয়ভাবে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে। চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও নাজিবের মধ্যে মঙ্গলবার বৈঠকের পর মালয়েশীয় সংবাদ সংস্থা বার্নামা জানায়, মালয়েশিয়া চারটি চীনা নৌবাহিনীর জাহাজ কিনতে এবং মোট ৩ হাজার ৪২৫ কোটি ডলারের ১৪ চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে। নাজিব বলেন, মালয়েশিয়া চীনা পৃষ্ঠপোষকতার এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংককেও স্বাগত জানায়। এর মাধ্যমে সার্বভৌম দেশগুলোতে বিদেশী হস্তক্ষেপ নয়, বরং শান্তিপূর্ণ সংলাপের গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে।
×