ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৬:৩০, ৪ নভেম্বর ২০১৬

নতুন গবেষণা

নারকেল ভাঙ্গার যন্ত্র আপনি কখনও নারকেল ভাঙ্গার চেষ্টা করে দেখেছেন? চেষ্টা করে থাকলে এটা যে কত কঠিন একটা কাজ নিশ্চয়ই জানেন। এই কোকোনাটক্র্যাকার আপনার কাজকে সহজ করতে পারে। অভিনব ক্লিনিং ডিভাইস এটি নতুন একটি ক্লিনিং ডিভাইস বা পরিষ্কার করার যন্ত্র, যে কোন ব্রাশ বা স্পঞ্জের চেয়ে এটা জীবাণুমুক্ত। হাতলটি স্টেইনলেস স্টিলের তৈরি এবং মাথায় বিশেষ এ্যান্টি ব্যাকটেরিয়াল সিলিকন লাগানো আছে। পানি শুকানোর যন্ত্র বৃষ্টির সময় দৃষ্টিশক্তিকে পরিষ্কার রাখতে এটা খুব কার্যকর। বৃষ্টির দিনে সমস্যার সমাধানে একটি প্রপেলার সংযুক্ত করা আছে হেলমেটে। আর আছে পানি শুষে নেয়ার যন্ত্র। এর মাধ্যমে বৃষ্টির দিনে রাস্তায় চলতে পারবেন অনায়াসে। বরফ পতন সুরক্ষায় শীতের রাতে ছোট ট্রাকগুলো রাস্তায় চলাফেরা করে। চালকরা দেখতে পান না ঠিক কী পরিমাণ বরফ জমেছে ট্রাকের ছাদে। তাই মহাসড়কে পড়তে থাকে বরফগুলো, যা থেকে দুর্ঘটনা ঘটতে পারে। এই ফ্লেক্সিবল ডানাগুলো খুব নিরাপদ স্থানে বরফগুলো ফেলে দেয়। ফলে দুর্ঘটনার ভয় থাকে না। গাইড রোবট কুকুর দুই আবিষ্কারক আলেকজান্ডার বায়ার এবং নিকোলাস গুটসমিডল এই রোবোটিক গাইড কুকুরটি তৈরি করেছেন। এতে জিপিএস সংযুক্ত করা আছে এবং যে কোন বাধার সম্মুখীন হলে এটি সঙ্কেত দেয়। তবে জ্যান্ত কুকুরের মতো এদের দৃষ্টিশক্তি বা ঘ্রাণশক্তি এতটা ভাল নয়।
×