ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধূমপায়ী শামুক!

প্রকাশিত: ০৫:৪১, ৩ নভেম্বর ২০১৬

ধূমপায়ী শামুক!

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেটে ক্যান্সার হয়-এসব কথা মানুষের ক্ষেত্রে যথার্থ। ছোট্ট প্রাণী শামুক যদি সিগারেট টানে তাহলে আমরা কোন্ সতর্কবাণী ব্যবহার করব? অনেকেই প্রশ্ন করতে পারেন শামুক আবার সিগারেট খায় নাকি? হ্যাঁ খায়। পূর্ব লন্ডনের চার্চ হিল রোডে একটি শামুকের মুখে সিগারেট দেখা গেছে। শুধু তাই নয়, সিগারেট টানতে টানতে শামুকটিকে সামনের দিকে এগোতে দেখা গেছে। সিগারেট মুখে দেয়া অবস্থায় শামুকটির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়তেই বিষয়টি চাউর হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই অনেকেই এই অভিনব দৃশ্যের সাক্ষী হতে ঘটনাস্থলে ছুটে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ বিষয়ে নানা মন্তব্য করতে থাকেন। কয়েক ঘণ্টার মধ্যে ছবিটিতে কয়েক লাখ ‘লাইক’ পড়ে। পাশাপাশি চলে শেয়ারিং। একজন শামুকটিকে ‘গ্যাংস্টার’ নাম দেন। তবে এই ‘গ্যাংস্টার’ শামুকটি ঠিক কোন্ ব্র্যান্ডের সিগারেট টানছিল তা উল্লেখ করা হয়নি। এই বিরল ঘটনার প্রথম সাক্ষী কারেন স্টাগটন। তিনিই এই দৃশ্যটি প্রথমে টুইটারে আপলোড করেন। তিনি বলেন, পূর্ব লন্ডনের ওয়ালথামেস্টো শহরের রাস্তায় আমি হাঁটছিলাম। হঠাৎ নিচের দিকে চোখ পড়তেই বিষয়টি আমার নজরে আসে। প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। কাছে এগিয়ে গিয়ে দেখি সত্যিই তাই। এরপর ছবি তুলে টুইটারে ছাড়তেই শুরু হয় মাতামাতি। কয়েক মিনিটের মধ্যে ছবিটিতে অন্তত নয় শ’জন কমেন্টস করে। একজন লিখেছেন, মানুষের জন্য সিগারেট খাওয়া ক্ষতিকর... তাইলে শামুকের ক্ষেত্রে কী হবে। বিষয়টি নিয়ে গবেষণা প্রয়োজন।-ডেইলি মেট্টো ও দ্যা গার্ডিয়ান অবলম্বনে।
×