ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশাল সিটি কর্পোরেশন

বিদ্যুত বিল না দেয়ায় দুই পানির পাম্পের সংযোগ বিচ্ছিন্ন ॥ চরম ভোগান্তি

প্রকাশিত: ০৪:০২, ৩ নভেম্বর ২০১৬

বিদ্যুত বিল না দেয়ায় দুই পানির পাম্পের সংযোগ বিচ্ছিন্ন ॥ চরম ভোগান্তি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দীর্ঘদিনের বকেয়া বিদ্যুত বিল পরিশোধ না করায় বরিশাল সিটি কর্পোরেশনের দু’টি পানির পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুত বিভাগ। এতে গত তিন দিন ধরে সিটি কর্পোরেশনের দক্ষিণ এলাকার প্রায় দুই লাখ নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জানা গেছে, সিটি কর্পোরেশনের কাছে বিদ্যুত বিভাগের বকেয়া বিল হিসেবে ২৫ কোটি টাকা পাওনা রয়েছে। এ পাওনা বকেয়া বিল পরিশোধের জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে একাধিকবার বৈঠক করা সত্ত্বেও তারা দীর্ঘদিনে তা পরিশোধ না করে নানা তালবাহানা করে আসছে। বিদ্যুত বিতরণ ও বিপণন ওজোপাডিকো-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাসান জানান, গত জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত নগরীর রূপাতলী এলাকার লালার দিঘীর পাড়ে অবস্থিত সিটি কর্পোরেশনের পানির পাম্পে আট লাখ ৭০ হাজার টাকা ও টিয়াখালী এলাকার পানির পাম্পে বিদ্যুত বিল এসেছে আট লাখ ১৭ হাজার টাকা। তিনি আরও জানান, ওজোপাডিকো-১ এর আওতাধীন এ দুটি পানির পাম্পের বকেয়া বিদ্যুত বিল পরিশোধের জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে অসংখ্যবার তাগিদ দেয়া সত্ত্বে¡ও তারা বকেয়া পরিশোধে কোন উদ্যোগই গ্রহণ করেননি। ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ হত্যায় মামলা ইউপি নির্বাচন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২ নবেম্বর ॥ ইউপি নির্বাচনে প্রতিপক্ষের সমর্থকদের ভয়ে তিনদিন লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না মকবুল ওরফে মন্টু নামে এক বৃদ্ধের। নির্বাচন পরবর্তী সহিংসতায় মকবুল হোসেন মন্টু (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যার পর গলায় ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগে ৫ জনের নাম উল্লেখ করে ও শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মঙ্গলবার রাতে সদর থানায় মামলা দায়ের করেছেন নিহতে স্ত্রী বাচ্চাই। মামলার পর গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে ওই গ্রামটি। সাড়া ফেলছে ডিজিটাল সেবা নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২ নবেম্বর ॥ জেলার কটিয়াদী উপজেলায় ভূমি অফিসে মোবাইল এ্যাপ উদ্ভাবনের ফলে সেবাগ্রহীতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এ্যাপটি ব্যবহার করে খুব সহজেই এসএ দাগ-খতিয়ানের তথ্য জানা যাচ্ছে। ফলে দলিল রেজিস্ট্রির সময় সাব-রেজিস্ট্রার তফসিলে উল্লেখিত জমি খাস বা ভিপি কিনা তা সহজেই যাচাই বাছাই করা সম্ভব হয়েছে। এতে করে ভুয়া দলিল সৃষ্টি করে খাস ও ভিপি জমি ক্রয়-বিক্রয় হ্রাস পেয়েছে। প্রশাসনিক কাজে এসেছে গতিশীলতা। সম্প্রতি এ্যাপটি উদ্বোধনের ফলে এন্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে সহজেই মিলছে ভূমি সংক্রান্ত কাক্সিক্ষত সেবা। কৃষি যন্ত্র ও বীজ বিতরণ নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২ নবেম্বর ॥ শাহজাদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়। এ উপলক্ষে বুধবার উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনজু আলম সরকার। পরে প্রধান অতিথি উপজেলার পৌর এলাকাসহ ১৪ ইউনিয়নের প্রতিটি কৃষক দলের মধ্যে ১৪টি পাওয়ার টিলার বিতরণ করেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে কৃষি প্রণোদনার আওতায় ৭শ’ জন গম এবং ৩০ ভুট্টা চাষীর মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়।
×