ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:২৪, ২ নভেম্বর ২০১৬

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় স্বাধীন বাংলাদেশ (পূর্ব প্রকাশের পর) বহুনির্বাচনী প্রশ্ন: ১৪.জাতীয় শিশুনীতি ২০১১ অনুযায়ী শিশু কারা? ক) ১৮ বছরের কম বয়সী ব্যক্তি খ) ১৫ বছরের কম বয়সী ব্যক্তি গ) ১৩ বছরের কম বয়সী ব্যক্তি ঘ) ১২ বছরের কম বয়সী ব্যক্তি ১৫.বাংলাদেশে পুনরায় গণতান্ত্রিক ধারা চালু হয় কবে? ক) ১৯৯০ সালের ২৭ ডিসেম্বর খ) ১৯৯০সালের ৩০ ডিসেম্বর গ) ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি ঘ) ১৯৯১ সালের ৩০ মার্চ ১৬.সেনাবাহিনীর চীফ অব স্টাফ  প্রধান সামরিক আইন প্রশাসক রাষ্ট্রপতি, এ ধারাবাহিকতা লক্ষ্য করা যায়- র) ব্রিগেডিয়ার খালেদ মোশারফের মধ্যে রর) জেনারেল জিয়ার মধ্যে ররর) জেনারেল এরশাদের মধ্যে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৭. সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত তথ্য হলো- র) ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত হয় রর) নির্বাচনে বিএনপি ১৪৬ টি আসন লাভ করে ররর) তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ে ১৮, ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও : ‘জোটবদ্ধ রাজনীতি ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এক বক্তা বলেছিলেন, বাংলাদেশের রাজনীতিতে দেখা যায় নির্বাচনে অংশ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল জোটবদ্ধ হয়েছে। আবার সরকারবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেও রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়েছে। শুধু তাই নয়, জোটগুলো মিলেও অনেক সময় একটি জোট গঠিত হয়েছে। ১৮.উদ্দীপকের শেষাংশে কোন্ জোটের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে? ক) এরশাদ বিরোধী ৩ জোট খ) মহাজোট বিরোধী ১৮ দলীয় জোট গ) এরশাদ বিরোধী ৮ দলীয় জোট ঘ) চারদলীয় জোট বিরোধী মহাজোট ১৯. উক্ত জোটের অংশ ছিল- র) আওয়ামী লীগের নেতৃত্বে ১৮ দলীয় জোট রর) বি এন পি নেতৃত্বাধীন ৭ দলীয় জোট ররর) বাম দল সমূহের ৭ দলীয় জোট
×