ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাত্রাতিরিক্ত ব্যয় করায় ৮ বীমা কোম্পানিতে নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত

প্রকাশিত: ০৪:২১, ২ নভেম্বর ২০১৬

মাত্রাতিরিক্ত ব্যয় করায় ৮ বীমা কোম্পানিতে নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবস্থাপনা খাতে মাত্রাতিরিক্ত ব্যয় করায় ৮টি সাধারণ বীমা কোম্পানিতে নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। কোম্পানিগুলো হলো- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স (বিজিআইসি), এক্সপ্রেস, কন্টিনেন্টাল, ফিনিক্স, মার্কেন্টাইল, প্রগতি ও ফেডারেল ইন্স্যুরেন্স। নিরীক্ষক নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ, ঋণ, অগ্রিম, স্থায়ী সম্পদ ও অন্যান্য সম্পদ, গাড়ি, জমি ও বিল্ডিং, নগদ টাকা, ট্যাক্স ও ভ্যাট, চেয়ারম্যান ও পরিচালকরা কী পরিমাণ সম্মানী ও অন্যান্য সুবিধা নিয়েছেন তার পর্যালোচনাসহ কোম্পানির আয়, ব্যয় ও সম্পদের বিষয়গুলো ক্ষতিয়ে দেখা হবে। তবে নিরীক্ষক হিসেবে কোন্ প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হবে এবং কোন্ নিরীক্ষা প্রতিষ্ঠান কোন্ কোম্পানির নিরীক্ষা কাজ করবে সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আইডিআরএ সদস্য জুবের আহমেদ খান। এর আগে ৬টি জীবন বীমা কোম্পানিতে নিরীক্ষক নিয়োগ দেয় আইডিআরএ। ওই ৬টি কোম্পানির আর্থিক অবস্থা নিরীক্ষা করে নিরীক্ষা প্রতিষ্ঠানগুলো যে প্রতিবেদন দেয় তাতে, কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের চিত্র উঠে আসে। আইডিআরএ সূত্র জানিয়েছে, সম্প্রতি সাধারণ বীমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা ব্যয় নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, গত ৭ বছরে দেশে ব্যবসা করা ৪৩টি সাধারণ বীমা কোম্পানি আইন লঙ্ঘন করে ১ হাজার ৪৫২ কোটি ৬৪ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করেছে। মাত্রাতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে শীর্ষে রয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটি আইন লঙ্ঘন করে ব্যবস্থাপনা খাতে ১৫৫ কোটি ৬০ লাখ টাকা অতিরিক্ত খরচ করেছে। এ বিষয়ে আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ একটি অনলাইনকে বলেন, সাধারণ বীমা কোম্পানি ব্যবস্থাপনা খাতে অতিরিক্ত ব্যয় করলে কোম্পানির দাবি পরিশোধের সক্ষমতা কমে যায় ও শেয়ারহোল্ডাররা ক্ষতিগ্রস্ত হন। তিনি বলেন, ব্যবস্থাপনা ব্যয়ের নামে কোম্পানিগুলো অতিরিক্ত অর্থ কোন্ কোন্ খাতে খরচ করেছে তা ক্ষতিয়ে দেখা হবে। প্রথম পর্যায়ে ৮টি কোম্পানিতে নিরীক্ষক নিয়োগের পরিকল্পনা নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সবকটি কোম্পানিতে নিরীক্ষক নিয়োগ দেয়া হবে। আইডিআরএ সদস্য জুবের আহমেদ খান বলেন, প্রথম পর্যায়ে আমরা ৮টি কোম্পানিতে নিরীক্ষক নিয়োগ দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। ব্যবস্থা খাতে অতিরিক্ত অর্থ ব্যয়ে শীর্ষে থাকা কোম্পানিগুলোতে আগে নিরীক্ষক নিয়োগ দেয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। প্রথমে কোন্ ৮টি কোম্পানিতে ও কোন্ নিরীক্ষা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হবে আগামী সপ্তাহে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
×