ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কনফিডেন্ট সিমেন্টের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:২০, ২ নভেম্বর ২০১৬

কনফিডেন্ট সিমেন্টের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। এর আগে ৩১ ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ২৭.৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশের ঘোষণা দেয়। সবমিলে কোম্পানিটি ১৮ মাসের জন্য ৩৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করল। ডিএসই সূত্রে জানা গেছে, ১৮ মাসে কোম্পানির শেয়ার প্রতিআয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৮০ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭৩ টাকা ৭৫ পয়সা। আগামী ১৪ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নবেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার শেয়ারবাজার নিয়ে বিএমবিএর সেমিনার আজ শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে এক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশন (বিএমবিএ)। বুধবার বিকেল ৪টায় রাজধানীর প্যানপেসিফিক সোনারগাঁও হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএমবিএয়ের নির্বাহী কমিটির সদস্য মাহবুব এইচ মজুমদার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এবং বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন উপস্থিত থাকবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×