ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যাত্রাবাড়ীর বিভিন্ন সড়কে জলজটের কারণে বাড়ছে জনদুর্ভোগ

প্রকাশিত: ০৬:০৯, ২৯ অক্টোবর ২০১৬

যাত্রাবাড়ীর বিভিন্ন সড়কে জলজটের কারণে  বাড়ছে জনদুর্ভোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে জলজটের কারণে বাড়ছে জনদুর্ভোগ। দুর্গন্ধযুক্ত পানি দীর্ঘদিন ধরে জমে থাকার কারণে পেটের পীড়া ও চর্মরোগসহ বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগছেন এসব এলাকার মানুষ। সিটি কর্পোরেশন বলছে, ইউনিয়নগুলো সম্প্রতি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ায় ব্যবস্থা নিতে কিছুদিন সময় লাগবে। আলাদা সংস্থা গঠন করে রাজধানীর জলজট সমস্যা নিরসন করার পরামর্শ নগরবিদের। যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালি এলাকার সড়কে বর্ষা না থাকলেও বছরের প্রায় সময় পানিতে ডুবে থাকে এটি। পানিতে আবর্জনা ও পয়োবর্জ্য ভাসার কারণে দুর্গন্ধে ভরে থাকে চারদিক। আশপাশের দোকানগুলো বন্ধ থাকার পাশাপাশি বন্ধ রয়েছে সড়কে যানচলাচল। এ রকম দৃশ্য রাজধানীর শ্যামপুর, মাতুয়াইল ও দনিয়া এলাকার প্রায় ২০টি সড়কের। নতুন করে অন্তর্ভুক্ত হওয়া এসব এলাকার নানাবিধ সমস্যা নিয়ে ভাবছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শীঘ্র এসব এলাকার জলজট সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া হবে। অবৈধভাবে ভরাট হওয়া বিভিন্ন খাল উদ্ধার করে রাজধানীর জলজট সমস্যা সমাধান সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।
×