ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রাজশাহী অঞ্চলে মাদক পাচারে জড়াচ্ছে নারী

প্রকাশিত: ০৪:১১, ২৮ অক্টোবর ২০১৬

রাজশাহী অঞ্চলে মাদক পাচারে জড়াচ্ছে নারী

স্টাফ রিপোর্টার রাজশাহী ॥ মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হলেও থামছে না আগ্রাসন। রাজশাহী অঞ্চলের সীমান্তে আবারও বেপরোয়া হয়ে উঠেছে মাদক বিক্রেতা সিন্ডিকেট। সম্প্রতি এ অঞ্চলে মাদকের ব্যবসায় ও পাচারে যুক্ত হয়েছে নারীরা। সীমান্তের ওপার থেকে আসা ফেনসিডিল, হেরোইন ও ইয়াবা এখন ব্যবসা ও বহনের কাজে নেমে পড়েছে নারীরা। কোন কোন ক্ষেত্রে তারা সরাসরি মাদকের ব্যবসায় যুক্ত হলেও বেশিরভাগ ক্ষেত্রে নারীরা মাদকের বাহক হিসেবে কাজ শুরু করেছে। তাদের মাধ্যমে সীমান্তের এপারে মাদক নিয়ে এসে ছড়িয়ে দেয়া হচ্ছে রাজশাহী নগর ছাড়া রাজধানী ও দেশের বিভিন্ন জেলা শহরে। সম্প্রতি রাজশাহী অঞ্চলে মাদকের বেশ কয়েকটি চালানসহ নারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতারের পর মাদক বিক্রিতে নারীর সম্পৃক্ততার বিষয় ভাবিতে তুলেছে সংশ্লিষ্টদের। পুলিশের ভাষ্য, ভদ্রবেশী নারীদের অনেক সময় তল্লাশি করা সম্ভব হয় না। এ কারণে মাদক সিন্ডিকেট দরিদ্র নারীদের ভদ্র সাজিয়ে টাকার লোভ দেখিয়ে এ কাজে জড়িয়েছে। ফলে এখন সন্দেহ হলেই নারীদেরও তল্লাশি করা হচ্ছে। তাদের কাছে মিলছে মাদকের চালানও। বুধবার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী ধূমকেতু ট্রেন থেকে এক নারী ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। ওই নারীর নাম আদুরি বেগম। তার বাড়ি রাজশাহী নগরীর ভাটাপাড়া এলাকায়। রাজশাহী রেলওয়ে পুলিশ জানায়, আদুরীর একটি ট্রাভেলব্যাগে বহন করার সময় ১৭০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। রেলওয়ে পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপদ রুট হিসেবে ট্রেনে করে প্রায় দিন নারীদের দিয়ে ফেনসিডিল, হেরোইন ও ইয়াবা পাচার করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। অথচ ধরা পড়ছে খুবই কম। এর আগে গত ১৬ অক্টোবর সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে শরীরের বিভিন্ন অংশে লুকিয়ে রাখা ফেনসিডিলসহ ৩ নারী মাদক বিক্রেতাকে আটক করে বিজিবি। বিজিবির গণসংযোগ বিভাগ থেকে জানানো হয়, শিবগঞ্জ উপজেলার কামাত নামক এলাকায় একটি অটোরিক্সা তল্লাশি করে মায়া বেগম, জুবেদা বেগম, এবং রুমি বেগম নামের তিনজনকে গ্রেফতার করা হয়। এদের সবার বাড়ি বগুড়ার ছোট কুমিরা গ্রামে। তারা দেহের সঙ্গে বিশেষ কায়দায় ফেনসিডিলের বোতল বেঁধে সীমান্ত গলিয়ে রাজশাহীতে আসছিল। এ ঘটনায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অটোরিক্সা চালক টিটু মিয়াকেও গ্রেফতার করা হয়। মামলা দায়েরের পর উদ্ধার করা ফেনসিডিল ও অটোরিক্সাসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয় ওইদিনই।
×