ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ গতির শহর সাংহাই

প্রকাশিত: ০৫:৫৪, ২৬ অক্টোবর ২০১৬

সর্বোচ্চ গতির শহর সাংহাই

বিশ্বের সর্বোচ্চ গতির ইন্টারনেট-শহর হিসেবে চীনের সাংহাই শহরকে গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে। আগামী দুই বছরের মধ্যে শহরটির গিগাবাইট ব্রডব্যান্ড (১ গিগাবাইট=১০২৪ মেগাবাইট) ইন্টারনেট সংযোগ স্থাপন করা হবে। চীনের শীর্ষ তিন টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান চায়না টেলিকমের অঙ্গ প্রতিষ্ঠান দ্য সাংহাই কোম্পানি ব্রডব্যান্ড সংযোগ স্থাপন ও উন্নয়নের জন্য প্রায় ১৫ কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানা গেছে। এ বছরের মধ্যেই সাংহাইয়ের ২৭০টি আবাসিক এলাকায় গিগাবাইট গতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেয়া সম্ভব হবে। এতে সাংহাইবাসী গড়ে প্রতি সেকেন্ডে ১০০ মেগাবাইট গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, যা বর্তমানের ১৩ মেগাবাইটের চেয়ে অনেক বেশি। গিগাবাইট ব্রডব্যান্ডের সর্বোচ্চ গতি সেকেন্ডে ১০২৪ মেগাবাইট পর্যন্ত উঠবে বলে আশা করা হচ্ছে। যদি তা-ই হয়, তবে ১৬ সেকেন্ডে অনায়াসেই ২ গিগাবাইটের একটি চলচ্চিত্র নামানো সম্ভব হবে। এতে সহজেই সাংহাইবাসীর কাছে ইন্টারনেটের মাধ্যমে টেলিভিশন অনুষ্ঠান পৌঁছে দেয়া যাবে। প্রযুক্তির ভাষায় যাকে বলে ইন্টারনেট প্রটোকল টেলিভিশন বা সংক্ষেপে আইপিটিভি। এখন পর্যন্ত সাংহাইয়ের ১৬টি আবাসিক এলাকায় দুর্দান্ত গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দিয়েছে চায়না টেলিকম। সূত্র : ইস্ট ডে নিউজ
×