ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় বন্দুকযুদ্ধে সন্ত্রাসী রাসেল দেওয়ান নিহত

প্রকাশিত: ১৮:৪৮, ২৩ অক্টোবর ২০১৬

আশুলিয়ায় বন্দুকযুদ্ধে সন্ত্রাসী রাসেল দেওয়ান নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ আশুলিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুর্ধর্ষ সন্ত্রাসী, ১৪ মামলার আসামী রাসেল দেওয়ান (৩৭) নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তলসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত রাসেল আশুলিয়া থানাধীন ‘নিরিবিলি’ এলাকার মৃত পিয়ার আলী দেওয়ানের ছেলে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও এলাকার চারিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে ৪টি অস্ত্র মামলাসহ সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জ থানায় অন্তত ১৪ টি মামলা রয়েছে। পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এরপর অস্ত্র উদ্ধার ও সহযোগীদের আটকের জন্য রাতে কুরগাঁও এলাকায় গেলে সেখানে পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও তখন পাল্টা গুলি ছুঁড়লে রাসেল তখন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। হামলাকারী সন্ত্রাসীরা তখন পালিয়ে যায়। তাকে প্রথমে গুরুতর আহতাবস্থায় সাভার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুরতহাল শেষে সকাল সাড়ে নয়টার দিকে মৃতদেহ ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
×