ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জীবনানন্দ কবিতামেলা

প্রকাশিত: ০৬:২৪, ২২ অক্টোবর ২০১৬

জীবনানন্দ কবিতামেলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে পঞ্চম জীবনানন্দ কবিতামেলা শুরু হয়েছে। শুক্রবার বেলা ১০টায় শাহমখদুম কলেজ চত্বরে দুই দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। কবি ও লেখকদের সংগঠন কবিকুঞ্জ এ মেলার আয়োজন করেছে। ‘নতুন তরঙ্গে রৌদ্রে বিপ্লবে মিলন সূর্যে রণ’ স্লোগানে শুরু হওয়া এ কবিতামেলা শেষ হবে আজ শনিবার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। কবিকুঞ্জের সভাপতি কবি রুহুল আমিন প্রামাণিকসভাপতিত্ব করেন। ভিক্ষুকমুক্ত ইউনিয়ন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভিক্ষুকদের পুনর্বাসনের মাধ্যমে ভিক্ষুকমুক্ত মাহিলাড়া ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করেন গৌরনদীর মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। তিনি বলেন, ইতোমধ্যে ইউনিয়নের সব ভিক্ষুকের তালিকা তৈরি করে সরকারী ও বেসরকারীভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের স্বপ্ন ভিক্ষুকমুক্ত জেলা বাস্তবায়নের অংশ হিসেবে মাহিলাড়া ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ইউনিয়ন ঘোষণা করে শুক্রবার সকালে ইউনিয়নের গুরুতপূর্ণ স্থানে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। সন্ত্রাসী হামলার বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২১ অক্টোবর ॥ জমিজমা ও মাছের ঘেরসংক্রান্ত বিরোধের জের ধরে জেলে ইদ্রিস হাওলাদারকে সন্ত্রাসী শহিদুল হাওলাদার গং মারধর করে পঙ্গু করে দেয়ার ঘটনার বিচার চেয়ে তার স্ত্রী মালা বেগম শুক্রবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্যে মালা বেগম বলেন, আমরা নিতান্ত গরিব ও অসাহায় মানুষ। আমার স্বামী ইদ্রিস হাওলাদার ডালবুগঞ্জ ইউনিয়নের মনসাতলী সøুইস খালে বেনতি জাল পেতে মাছ ধরে সংসার চালাত। গত ১৬ অক্টোবর খালে মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে একই এলাকার শহিদুল হাওলাদার, কাদের প্যাদা, শহিদুল ইসলাম, শাহিন প্যাদাসহ প্রায় ২৫-২৬ সন্ত্রাসী বেড়িবাঁধের ওপর ফেলে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে রক্তাক্ত জখম করে। এ সময় তার চিৎকারে আমার জা নুরভানু বেগম ও নাতি রেদোয়ান তাকে রক্ষার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় তারাও গুরুতর জখম হয়। আহতদের বরিশাল এবং ঢাকায় চিকিৎসা করানো হচ্ছে। বর্তমানে ইদ্রিস হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেনÑ মহীপুর ইউপি সদস্য রানী বেগম, আহত ইদ্রিসের বোন জরিনা বেগম, পারভীন বেগম প্রমুখ। গাঁজাসহ নারী আটক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২১ অক্টোবর ॥ বৃহস্পতিবার রাতে নিয়ামতপুরে তিন কেজি গাঁজাসহ আজিরন বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজিরন উপজেলার হাজীনগর ইউপির শিবপুর গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী। পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২১ অক্টোবর ॥ শুক্রবার সকালে আত্রাইয়ে পানিতে ডুবে আব্বাস আলী (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। উপজেলার পূর্ব দুর্গাপুর এলাকায় ডোবার পানিতে পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়। পুলিশ জানায়, নিহত আব্বাস আলী দীর্ঘদিন থেকে মৃগী রোগে ভুগছিলেন। শুক্রবার ভোরে মাঠের ফসল দেখতে বাড়ি থেকে বের হন আব্বাস আলী। দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার একপর্যায়ে তিনি বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পার্শ্বে ডোবার পানিতে আব্বাস আলীকে দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ আব্বাস আলীর লাশ উদ্ধার করে। আত্মসমর্পণ করা দস্যুরা কারাগারে স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ র‌্যাবের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করা সুন্দরবনের ‘সাগর বাহিনী’র প্রধানসহ ১৩ দস্যুকে শুক্রবার আদালতের আদেশে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে র‌্যাাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) পক্ষ থেকে শরণখোলা থানায় মামলা দায়েরের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়। এরা হলো- সাগর বাহিনীর প্রধান আলমগীর শেখ ওরফে সাগর, কামরুল ফকির, আব্দুল মালেক, কাদের শেখ, হাফিজুর রহমান শেখ, কবীর সরদার, দেলোয়ার শেখ, হাসান সরদার, নান্না ফকির, তৌহিদুল ইসলাম, রাজু শেখ, লিটন হাওলাদার ও তারিবুল গাজী। তাদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়। মাদারীপুরে ৮ ঘর ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২১ অক্টোবর ॥ শিবচরে অগ্নিকা-ে আট বসতঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। শুক্রবার ভোরে শিবচরের উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজারের পাশে সেকেন্দার কোড়েলের বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। শিবচর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্টে আটটি ঘর, গবাদিপশু ও প্রায় ৮৫ মণ পাট পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গানপাউডারসহ গ্রেফতার এক সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ২১ অক্টোবর ॥ দর্শনা-মুজিবনগর মহাসড়কের ফকিরখালীর ব্রিজের কাছে বোমা বানানোর গান পাউডারসহ ফিরাতুল ওরফে ফিরাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ফিরাতুল মেহেরপুর জেলার সদর উপজেলার পিরোজপুর গ্রামের আইন ওরফে আয়ুব আলীর ছেলে। পুলিশ জানায়, শুক্রবার ভোরে পুলিশ দর্শনা-মুজিবনগর মহাসড়কের ফকিরখালী ব্রিজের কাছে চেকপোস্ট বসায়, এ সময় ৯-১০ দুষ্কৃতিকে দেখে চ্যালেঞ্জ করে ফিরাতুল ইসলামকে ৮০০ গ্রাম গানপাউডারসহ গ্রেফতার করে। আর অন্যরা পালিয়ে যায়। হবিগঞ্জে স্কুলে হামলা ॥ আসামি পাঁচ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২১ অক্টোবর ॥ হবিগঞ্জের মাধবপুরের শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে হামলা, ভাংচুর ও টাকা চুরির ঘটনায় পুলিশ কাউছার নামে এক যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার ভোরে উপজেলার গোয়াছনগর গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। এদিকে এই ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বাদী হয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীকে প্রধান আসামি করে গোয়াছনগর গ্রামের নাজিম উদ্দিন সুন্দর আলীর ছেলে কাউছারসহ ৫ জনের নামে একটি মামলা করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, ম্যানেজিং কমিটির সভাপতি একজন চিহ্নিত মাদক বিক্রেতাকে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য করতে চেয়েছিল, আমি তার প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে এই কা- ঘটিয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) সাাজেদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার দুপুরে পারভেজ হোসেন চৌধুরীর নেতৃত্বে ৮/৯ জনের একদল লোক বিদ্যালয়ে ঢুকে অস্ত্রের মুখে শিক্ষকদের জিম্মি করে। এসময় তারা একটি কক্ষে আলমিরার তালা ভেঙ্গে স্কুলের নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা লুটে নেয়। এছাড়া মূল্যবান কাগজপত্র ও অন্যান্য মালামাল তছনছ ও ভাংচুর করে।
×