ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিলারি, ট্রাম্প কাউকে না ॥ চলছে এমন প্রচারও

প্রকাশিত: ০৬:১৭, ২২ অক্টোবর ২০১৬

হিলারি, ট্রাম্প কাউকে না ॥ চলছে এমন প্রচারও

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরের ঘুম হারাম হয়ে গেলেও একদল মার্কিন ভোটার বলছেন, তারা হিলারি ক্লিনটন কিংবা ডোনাল্ড ট্রাম্প এই দুই ‘শয়তানের’ কাউকেই ভোট দেবেন না। নিজেদের সিদ্ধান্তকে জনপ্রিয় করতে তারা ‘ভোট নোবডি ২০১৬’ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছেন। Ñখবর বিবিসির। ফেসবুক পেজে ভোট নোবডির লাইকের সংখ্যা ইতোমধ্যে এক লাখ ছাড়িয়ে গেছে। টুইটার, ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ‘কাউকে ভোট না দেয়ার’ এ প্রচারে ব্যাপক সাড়া ফেলেছে। হিলারি কিংবা ট্রাম্প কাউকে পছন্দ না করা সত্ত্বেও বেশিরভাগ মার্কিনী ৮ নবেম্বর ভোটকেন্দ্রে গিয়ে তুলনামূলক ‘কম শয়তান’কে ভোট দিয়ে আসবেন- এমন ধারণায় ছেদ টানতে চাইছে ‘ভোট নোবডি’র প্রচারকরা। গত ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফেসবুকে এই প্রচার শুরু করেন স্বঘোষিত ‘রাজনীতি আসক্ত’ ব্যক্তি ফ্রেড বারনেট (৩৪)। ওই নির্বাচনের পর প্রচারে খানিকটা ভাটা পড়ে বলেও জানান তিনি। এ বছরের মার্চে ফেসবুকে নতুন উদ্যমে আবার প্রচার শুরু করার আগে ‘ভোট নোবডি’র ফেসবুক পাতায় আড়াই হাজার ‘লাইক’ ছিল। এপ্রিল থেকে পেজটিতে প্রকাশিত নানামাত্রিক রম্য পোস্টার, মেমে ও অন্যান্য পোস্ট অনেক তরুণেরই আগ্রহের বিষয় হয়ে দাঁড়ায়। এ পাতা থেকেই ফ্রেড ভোটের দিন সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। ফ্রেড বলেন, আমার বিশ্বাস ওই দিন আরও ভালভাবে কাটানোর সুযোগ আমাদের আছে। আমাদের পছন্দ করার স্বাধীনতা আছে, যার মধ্যে এদের কাউকে পছন্দ না করার স্বাধীনতাও যুক্ত। যুক্তরাষ্ট্রেও ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার প্রবণতা রয়েছে। যেজন্য কেন্দ্রে যেতে প্রার্থী থেকে শুরু করে সব দল ব্যাপক প্রচার চালায়। ফ্রেড অবশ্য স্বীকার করেছেন, অনেকেই অভ্যাসের বশে ৮ নবেম্বর ভোটকেন্দ্রে চলে যেতে পারেন। এ ক্ষেত্রে ট্রাম্প ও হিলারিকে বাদ দিয়ে তৃতীয় প্রার্থীকে ভোট দেয়ারও আহ্বান জানান তিনি।
×