ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শেষ আটে কুজনেতসোভা-পাভলিউচেঙ্কোভা

প্রকাশিত: ০৬:৩৬, ২১ অক্টোবর ২০১৬

শেষ আটে কুজনেতসোভা-পাভলিউচেঙ্কোভা

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রেমলিন কাপে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন রাশিয়ার সভেতলনা কুজনেতসোভা, এ্যানাস্তাসিয়া পাভউলিউচেঙ্কোভা এবং ইউক্রেনের এলিনা ভিতলিনার মতো তারকারা। দ্বিতীয় পর্বের ম্যাচে টুর্নামেন্টের শীর্ষ বাছাই কুজনেতসোভা হারিয়েছেন ফ্রান্সের এ্যালিজ কোর্নেটকে। বুধবার তিনি ৬-৪ এবং ৭-৫ সেটে পরাজিত করেন কোর্নেটকে। প্রতিপক্ষকে হারাতে তার এদিন সময় লাগে ১ ঘণ্টা ৪৫ মিনিট। এই জয়ের ফলে ডব্লিউটিএ ফাইনালসে খেলার স্বপ্ন এখনও টিকে রয়েছে তার। আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে বছরের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালস। সেই ইভেন্টে বিশ্বের শীর্ষসারির আটজন তারকা খেলোয়াড় অংশগ্রহণ করবেন। তবে সিঙ্গাপুরে যেতে হলে কুজনেতসোভাকে অবশ্যই রাশিয়ার এই ক্রেমলিন কাপের শিরোপা জিততে হবে। এই ইভেন্টের ফাইনাল জিততে দারুণ আশাবাদী কুজনেতসোভা। তবে দ্বিতীয় পর্বের ম্যাচ জিততে যে বেশ ঘাম ঝরেছে তার সেটাও স্বীকার করেছেন তিনি। এ প্রসঙ্গে ম্যাচের শেষে কুজনেতসোভা বলেন, ‘পুরো ম্যাচেই আমি লড়াই করেছি। তবে ম্যাচের শুরুতে আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলেছি।’ শেষ আটে তার প্রতিপক্ষ এখন হাঙ্গেরির টিমিয়া বাবোস। তিনিও দ্বিতীয় পর্বে হারিয়েছেন আরেক ফরাসী তারকা ক্রিস্টিনা মাদেনোভিচকে। নবম বাছাই বাবোস ৬-১ এবং ৬-৪ সেটে খুব সহজেই হারান প্রতিপক্ষকে। তাই পরের ম্যাচে নিজের সেরাটা দিয়েই খেলতে হবে কুজনেতসোভাকে। নিজেও স্বীকার করেছেন দ্বিতীয় পর্বের ম্যাচ শেষে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আশাকরি আজকের চেয়ে ভাল খেলতে হবে।’ কেননা ক্রেমলিন কাপের শিরোপা জিততে না পারলে ডব্লিউটিএ ফাইনালসে কুজনেতসোভার পরিবর্তে অংশগ্রহণের টিকেট পেয়ে যাবেন ব্রিটেনের জোহানা কন্টে। এই সময়টা দুর্দান্ত কাটছে কন্টের। গত ২২ বছরের মধ্যে এবারই যে প্রথম ব্রিটিশ কোন প্রমীলা খেলোয়াড় হিসেবে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি। ক্রেমনিলকে বুধবার আলাদা করে নজর কেড়েছিল এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা এবং জেলেনা জাঙ্কোভিচের ম্যাচটিও। কিন্তু শেষ পর্যন্ত রাশিয়ার পাভলিউচেঙ্কোভার কাছে কোন পাত্তাই পেলেন না সার্বিয়ার জাঙ্কোভিচ। রুশ তারকা এদিন ৬-১ এবং ৬-৪ সেটে হারান জাঙ্কোভিচকে। তবে ক্রেমলিন কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন একাটেরিনা মাকারোভা এবং স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো। রাশিয়ার মাকারোভাকে হারান তারই স্বদেশী দারিয়া কাসাতকিনা। অষ্টম বাছাই কাসাতকিনা এদিন ৬-৪ ও ৬-১ সেটে হারান মাকারোভাকে। স্পেনের অষ্টম বাছাই নাভারো অবশ্য দ্বিতীয় সেট পুরোপুরি না খেলেই রিটায়ার্ড নিয়ে যান। অবশ্য প্রথম সেটে দারিয়া গ্যাব্রিলোভার কাছে ৬-৪ সেটে হেরে যান তিনি। শুধু তাই নয়, দ্বিতীয় সেটেও ৩-০ ব্যবধানে পিছিয়ে ছিলেন কার্লা সুয়ারেজ নাভারো। বিশ্ব টেনিসের শীর্ষ আট তারকাকে নিয়েই সিঙ্গাপুরে শুরু হয় ডব্লিউটিএ ফাইনালস। কিন্তু গত মৌসুমের মতো এবারও টুর্নামেন্ট শুরুর আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন সেরেনা উইলিয়ামস। আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি না থাকায় তার কিছুটা আকর্ষণ হারাবে।
×