ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ কাউন্সিল

ববি ও পুতুল কাউন্সিলর থাকছেন না

প্রকাশিত: ০৯:২৬, ২০ অক্টোবর ২০১৬

ববি ও পুতুল কাউন্সিলর থাকছেন না

বিশেষ প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সম্মেলনে আওয়ামী লীগের কাউন্সিলর হিসেবে থাকছেন না। আন্তর্জাতিক পর্যায়ে কর্মকা- থাকায় তাদের অপরাগতার প্রেক্ষিতে কাউন্সিলর হিসেবে এই দুজনের নাম প্রত্যাহার করা হয়। একই সঙ্গে গোপালগঞ্জ জেলার কাউন্সিলর থাকতেও অপারগতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই পদে নতুন কাউকে দেয়ার জন্য তিনি নির্দেশ দিয়ে বলেন, কেন্দ্রীয় কমিটির সকল সদস্যই কাউন্সিলর। তাই এলাকা থেকে কাউন্সিলর না হয়ে অন্যদের এ পদে আসার সুযোগ করে দিতে হবে। বুধবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দীর্ঘ আলোচনার পর উল্লেখিত সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্র জানিয়েছে। বৈঠকে দলের সাধারণ সম্পাদক কে হবেন এ কথা একাধিক নেতা নানা ইঙ্গিতে প্রধানমন্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করলেও এ বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি তিনি। তবে কেন্দ্রীয় কমিটির বৈঠকে উপস্থিত একাধিক নেতা আভাস দিয়েছেন যে, প্রধানমন্ত্রীর কৌশলী অবস্থানে স্পষ্ট হয়েছে যে, সৈয়দ আশরাফুল ইসলামের বদলে নতুন কাউকে দলের সাধারণ সম্পাদক পদে আনলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরসহ অনেকেই এ পদে প্রার্থী রয়েছেন। শেষ পর্যন্ত কার ভাগ্যে দলের দ্বিতীয় সর্বোচ্চ পদটি জোটে সেজন্য আরও দু’দিন অপেক্ষা করতে হবে। এদিকে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কোন পদে একাধিক প্রার্থী থাকলে এই কমিশন ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবে। নির্বাচন কমিশনের সদস্যরা হলেন মশিউর রহমান, ইউসুফ হোসেন হুমায়ুন ও রশিদুল আলম। এছাড়া বৈঠকে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের খসড়া অনুমোদন দেয়া হয়েছে। সূত্র জানায়, সম্মেলনে সারাদেশ থেকে ৬ হাজার ৫৭০ কাউন্সিলরের তালিকা বৈঠকে অনুমোদন লাভ করেছে। এছাড়া সমানসংখ্যক ডেলিগেট মিলে ১৩ হাজার ১৪০ জনের তালিকা চূড়ান্ত করা হয়। বুধবার রাত থেকেই ধানম-ির আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয় থেকে কাউন্সিলর ও ডেলিগেটরদের কার্ড বিতরণ শুরু হয়েছে। গভীর রাত পর্যন্ত কার্ড বিতরণ করা হয়।
×