ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

প্রকাশিত: ০৫:৫১, ১৯ অক্টোবর ২০১৬

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

(পূর্ব প্রকাশের পর) ৩৩. সাপটা চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে? ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি ৩৪. একজন উদ্যোক্তার প্রধান কাজ কোনটি? ক) অর্থসংস্থান খ) ঝুঁকি গ্রহণ গ) বিনিয়োগ ঘ) উদ্যোগ গ্রহণ ৩৫. একমালিকানা সংগঠনের অসুবিধা কোনটি? ক) প্রশিক্ষণের ক্ষেত্র খ) মূলধনের স্বল্পতা গ) উদ্যোক্তা সৃষ্টি ঘ) ঋণের সুযোগ ৩৬. একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব অনিশ্চিত, কারণ- র. স্থায়িত্ব মালিকের কর্মক্ষমতার ওপর নির্ভরশীল রর. মালিকের ইচ্ছার ওপর নির্ভরশীল ররর যে কোনো মুহূর্তে বিলোপ ঘটাতে পারে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. সমবায় সমিতি গঠন করা প্রয়োজন - র. নির্ভরশীলতা বৃদ্ধির জন্য রর. মূলধন সংগ্রহ করার জন্য ররর. মধ্যস্থকারীদের দৌরাত্ম্যের হাত থেকে রক্ষা পেতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৮. রাষ্ট্রীয় ব্যবসায়ে কিসের প্রভাব বেশি? ক) আমদানি-রপ্তানির খ) গণতন্ত্র গ) মুনাফা গঠনের ঘ) আমলাতন্ত্রের ৩৯ কোনো বই কপিরাইট করতে চাইলে যে শর্তগুলো পালন করতে হবে তা হলো - র. বইটি বাংলাদেশে প্রকাশিত হতে হবে রর. বইটিতে লেখক ছদ্মনাম ব্যবহার করতে পারবে না ররর লেখককে বাংলাদেশের নাগরিক হতে হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪০. অংশীদারি ব্যবসায়ের আবশ্যকীয় উপাদান হলো- র. একাধিক সদস্য রর. চুক্তিবদ্ধ সম্পর্ক ররর. নিবন্ধন নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৪১. ইন্টারনেট ব্যবসায় চালু হয় কত সালে? ক) ১৯৯২ খ) ১৯৯১ গ) ১৯৯৩ ঘ) ১৯৯৪ ৪২. ‘কর্মক্ষেত্রে বর্ণবৈষম্য’ ব্যবসায়িক কোন নীতি বহির্ভূত কাজ? র. ব্যবসায়িক মূল্যবোধ রর. ব্যবসায়িক নৈতিকতা ররর. ব্যবসায়িক আদর্শ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৪৩ সেবা শিল্পের অন্তর্গত নয়- র. গ্যাস উত্তোলন রর. বিমান ররর সেতু নির্মাণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৪ কোনটি ব্যবসায়িক শিষ্টাচারের অন্তর্ভুক্ত নয়? ক) বিনয়ী খ) সততা ও ন্যায়নীতি গ) মিশুক ঘ) সহমর্মিতাবোধ ৪৫ শেয়ার বাজারে স্টক বা ঋণপত্র ক্রয় করতে হলে পাবলিক লিমিটেড কোম্পানিগুলোকেÑ র শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে হয় রর কোম্পানির বৈশিষ্ট্য পরিবর্তন হতে হয় ররর শেয়ার বাজারের নিয়ম মানতে হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৬. ব্যবসায়িক কাজ দ্রুত ও নির্ভুলভাবে করার জন্য কোন পদ্ধতিটি গ্রহণ করা প্রয়োজন? ক) কুরিয়ার সার্ভিস খ) অনলাইন পদ্ধতি গ) সাংকেতিক পদ্ধতি ঘ) টেলিফোন পদ্ধতি ৪৭. একমালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কী? ক) সীমিত মূলধন খ) সীমিত আয়তন গ) অসীম দায় ঘ) কৃত্রিম সত্তাহীনতা ৪৮ ভোক্তা সমবায় সমিতির প্রধান সুবিধা কী? ক) ন্যায্যমূল্যে পণ্য সংগ্রহ খ) চাহিদানুযায়ী পণ্য সংগ্রহ গ) দেমের অর্থনৈতিক উন্নয়ন ঘ) সমিতিকে ঋণদান উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: সাহিদা একটি বুটিক ব্যবসায় তৈরির পরিকল্পনা করেন। এক্ষেত্রে বর্তমান রুচির সাথে তাল মিলিয়ে সে নিত্য নতুন ফ্যাশনের আলোকে তার পণ্যসামগ্রীর উন্নতি ঘটায়। সে বহু পরিকল্পনার পর এবং তার বাবার সাথে পরামর্শ করে ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানে রূপ দেয়। সে তার ব্যবসায়কে বৃহদায়তন ব্যবসায়ে রূপান্তরিত না করে বিভিন্ন ধরনের সুবিধা পায়।
×