ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিজার্ভ বিনিয়োগের দিকনির্দেশনা আগামী বাজেটে

প্রকাশিত: ০১:৪৯, ১৮ অক্টোবর ২০১৬

রিজার্ভ বিনিয়োগের দিকনির্দেশনা আগামী বাজেটে

অর্থনৈতিক রিপোর্টার ॥ রিজার্ভের অর্থ ঋণ নিয়ে সরকার বিভিন্ন মেগাপ্রকল্পে বিনিয়োগ করবে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী অর্থবছরের বাজেটে এ বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকবে। মঙ্গলবার (১৮ অক্টোবর) ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০১৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুহিত বলেন, আগামী বছর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা হাসিল হবেই। আমরা ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধিতে যাবো নিশ্চিত।অনুষ্ঠানে শীর্ষ রেমিট্যান্স পাঠানো ৩১ প্রবাসী বাংলাদেশি এবং ৪টি অনাবাসী বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেওয়া হয়।
×