ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘আদরে রাখিও বন্ধু’ গানে ভালবাসার চিরন্তন বন্ধনের কথা বলেছি ॥ ধ্রুব গুহ

প্রকাশিত: ০৪:০৩, ১৮ অক্টোবর ২০১৬

‘আদরে রাখিও বন্ধু’ গানে ভালবাসার চিরন্তন বন্ধনের কথা বলেছি ॥ ধ্রুব গুহ

ভিন্ন ধারা এবং মৌলিক গানের কণ্ঠশিল্পী ধ্রুব গুহ। প্রথম একক ‘শুধু তোমার জন্য’ এ্যালবামের দুটি গানের মাধ্যমে আলোচনায় আসেন। গান দুটির মিউজিক ভিডিও ইউটিউবে প্রচারের পর প্রশংসিত হয়। তিনি নিজস্ব একটি গানের ধারা তৈরির চেষ্টা করছেন। আজ এই শিল্পীর নতুন একটি গানের মিউজিক ভিডিও রিলিজ হচ্ছে। নতুন গান এবং অন্যান বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা হয়। আজ আপনার নতুন এ্যালবামের গানের ভিডিও রিলিজ হচ্ছে এ বিষয়ে জানতে চাই। ধ্রুব গুহ : আমার দ্বিতীয় একক ‘তুমি ভালবাসো বলে’ এ্যালবামের ‘আদরে রাখিও বন্ধু’ শিরোনামের একটি গানের ভিডিও ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে আজ রিলিজ হচ্ছে। পাঁচ মিনিটের বেশি ব্যাপ্তির ফোক ঘরানার এই গানে পাঁচটি গল্প তুলে ধরা হয়েছে। গানটি রচনার পাশাপশি সুর করেছেন প্রিন্স রুবেল। সঙ্গীতায়োজন করেছেন তরিক। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। সুনামগঞ্জ ও রাজধানীর বিভিন্ন লোকেশনে এর শূটিং হয়েছে। নতুন এই গানে সব শ্রেনির মানুষের ভালবাসার চিরন্তন অটুট বন্ধনের কথা বলেছি। বিশেষ করে শ্রমিক, অবহেলিত শিশু, নারী এবং তাদের জীবনের ভালবাসার বহিপ্রকাশ ঘটেছে এই গানে। মিউজিক ভিডিওটির শূটিংয়ের সময় গানের কথা ও ভালবাসার আবেগ দেখে আমি নিজে চোখের পানি ধরে রাখতে পারিনি। আমার বিশ্বাস এই মিউজিক ভিডিওটি বাংলাদেশের গানের জগতকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারবে। গানটি দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রথম এ্যালবামের ভিডিওতো জনপ্রিয় হয়েছে? ধ্রুব গুহ : বাংলা গানের দর্শক শ্রোতারা যে আমাকে এত ভালবাসা দেবেন আমি চিন্তাও করতে পারিনি। আমি সত্যি অভিভূত। তবে এইটুকু বলব বর্তমান সময়ের শ্রোতা-দর্শকরা অত্যন্ত সচেতন। তারা ভাল এবং মৌলিক জিনিস চেনেন এবং বোঝেন। আমার গান এবং ভিডিও তারা পছন্দ করেছেন এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনার দ্বিতীয় এ্যালবামের খবর কী? ধ্রুব গুহ : প্রথম এ্যালবামের পর থেকেই বিভিন্ন মহল থেকে দ্বিতীয় এ্যালবাম প্রকাশের জন্য চাপ আসছিল। সেটাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে আমি দ্বিতীয় এ্যালবামের কাজ হাতে নিয়েছি। ইতোমধ্যে এ্যালবামের গানগুলোর কাজ শেষ হয়েছে। সব ধরনের শ্রোতার কথা মাথায় নিয়ে গানগুলো সাজানোর চেষ্টা করছি। এ্যালবামের জন্য গান লিখেছেন প্রিন্স রুবেল, প্লাবন কোরাইশী, তুহিন, আহমেদ রিজভী। এ্যালবামের ৮টি গানের সুর ও সঙ্গীতায়োজন করছেন তারিক আল ইসলাম। আগামী জানুয়ারি মাসে এ্যালবামটি রিলিজ দেয়ার ইচ্ছে আছে। আশা করছি এ এ্যালবামটিও শ্রোতাদের ভাল লাগবে। অডিও বাজারে সাম্প্রতিক মন্দার কারণ কী বলে মনে করেন? ধ্রুব গুহ : আমি মনে করি গান হলো মানুষের মনের ভাবনার বহির্প্রকাশ। সময়ের সঙ্গে সঙ্গতি রেখে সুখ দুঃখের অনুভূতিসম্পন্ন সুন্দর কথা, সুর, তাল-লয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমি যতটুকু জেনেছি এই সময়ের শিল্পীদের মধ্যে শেখার আগ্রহ কম। অল্প সময়ে তারকাখ্যতি পাওয়ার প্রচেষ্টা তাদের ক্ষতি করছে। এজন্য মৌলিক কিছু সৃষ্টি হচ্ছে না। তবে কেউ কেউ ভাল করছেন। আমার মনে হয় ২০১৫ সাল থেকে গানের ধারাটা ফিরে আসছে। প্রবীণ শিল্পীরাও নতুন করে গান করছেন। মিউজিক ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে সঙ্গীত সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। গান নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কী? ধ্রুব গুহ : প্রথম এ্যালবামের জনপ্রিয়তার পর শিল্পী হিসেবে একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়ে যতদিন বাঁচি গানের সঙ্গে থাকব। সঙ্গীতাঙ্গনে ভাল কিছু দেয়ার চেষ্টা করব। এজন্য সংশ্লিষ্টদের সহযোগিতা ও আশীর্বাদ চাই। -সাজু আহমেদ
×