ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ ৩ হাজার হস্তচালিত তাঁত

প্রকাশিত: ০৪:২০, ১৬ অক্টোবর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ  ৩ হাজার হস্তচালিত তাঁত

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারী পৃষ্ঠপোষকতার অভাবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বন্ধ হয়ে গেছে ৩ হাজারের বেশি হস্তচালিত তাঁত কারখানা। আর যেগুলো চালু সেগুলোও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এ অবস্থায় এ শিল্পের সঙ্গে জড়িতরা চলে যাচ্ছেন অন্য পেশায়। তবে ঐতিহ্যবাহী তাঁত শিল্প টিকিয়ে রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাঁত পল্লী খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বন্ধ হয়ে গেছে ৩ হাজারের বেশি হস্তচালিত তাঁত কারখানা। এক সময় উপজেলার বিভিন্ন গ্রাম দিনরাত তাঁতের খট খট শব্দে মুখর থাকলেও এখন সুনসান নীরব। যন্ত্রচালিত পাওয়ার লুমের আধিক্য এবং রং সুতার দাম বৃদ্ধি পাওয়ায় দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে হস্তচালিত তাঁত কারখানা। শ্রমিকরা জানান, এখন বাঞ্ছারামপুরে বিভিন্ন উইনিয়নের ভিত্তিতে পাঁচ থেকে সাতশ’ তাতি আছেন। এখন কাজ খুবই কম। মালিকের কেনা বেচা না কমে যাওয়ায় তারা কাজ দিতে পারছেন না। তবে বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে স্বল্প পরিসরে কিছু কারখানা চালু থাকলেও বেড়ে চলেছে লোকসানের বোঝা। আর এখনও যারা এই শিল্পের সঙ্গে জড়িত আছেন তারা রয়েছেন চরম বিপাকে।
×