ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে পোশাক কারখানায় বিক্ষোভ

প্রকাশিত: ০৬:১৫, ১৪ অক্টোবর ২০১৬

শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে পোশাক কারখানায় বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ অক্টোবর ॥ আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভিতরে এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। সংঘর্ষের আশঙ্কায় একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ‘ছয়তলা’ এলাকায় ‘উইন্ডি এ্যাপারেলস’ নামক কারখানায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকালে ওই কারখানায় অনুমান তিন হাজার শ্রমিক প্রবেশ করে কাজে যোগ দেয়। এ সময় কারখানার ছয়তলার নারী শ্রমিক অপারেটর তাসলিমা ‘তার জ¦র ও মাথা ব্যথা হচ্ছে’ বলে লাইন চীফ আলম মিয়ার কাছে গিয়ে ছুটি চায়। কিন্তু আলম তাকে ছুটি না দিয়ে কাজ করতে বলে। তাসলিমা তখন কারখানার নিজস্ব চিকিৎসা কেন্দ্রে গেলে সেখানে শরীর পরীক্ষা করে নার্স তাকে ছুটি দেয়। তাসলিমা তখন কারখানায় এসে পুনরায় লাইন চীফের নিকট ছুটি চায়। কিন্তু এবাবও লাইন চীফ তাকে ছুটি না দিয়ে কাজ করতে বলে। পরে দুপুরে কাজ করা অবস্থায় তাসলিমা অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে যায়। তাকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এদিকে, ছুটি না দেয়ার কারণে তাসলিমার মৃত্যু দাবি করে লাইন চীফ আলমের বিচারের দাবিতে কারখানার ভিতরে শ্রমিকরা বিক্ষোভ মিছিল শুরু করলে সংঘর্ষের আশঙ্কায় একদিনের জন্য কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
×