ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুবলীগকর্মীসহ ৬ লাশ উদ্ধার

ইউপি সদস্যসহ ছয় খুন

প্রকাশিত: ০৬:১৫, ১৪ অক্টোবর ২০১৬

ইউপি সদস্যসহ ছয় খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ ঝিকরগাছায় ইউপি মেম্বারকে গুলি করে খুন করা হয়েছে। রাজারহাটে ব্যাংক কর্মকর্তার লাঠির আঘাতে খুন হয়েছে ভাগ্নিজামাই। ভৈরবে ডাকাতকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খুলনায় ছুরিকাঘাতে নিহত হয়েছে মাদক বিক্রেতা। হবিগঞ্জে খুন হয়েছে আরও এক মাদক বিক্রেতা। কচুয়ায় যৌতুকের বলি হয়েছে গৃহবধূ। এছাড়া কেরানীগঞ্জে যুবলীগকর্মী, লক্ষ্মীপুরে শিশু, এনায়েতপুরে মানসিক ভারসাম্যহীন, ফরিদপুরে স্বামী-স্ত্রী ও কুমিল্লায় স্কুলছাত্রের দ্বিখ-িত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : যশোর ॥ ঝিকরগাছায় রাহাজ্জান সরদার (৩৮) নামে ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারে দুটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং গদখালী ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি ছিলেন। চলতি বছরের ৫ জুলাই তার বড় ভাই হাসান সরদারকে গুলি করে খুন করে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শী ও নিহতের ছোট ভাই মিজানুর রহমান সরদার জানান, সকাল সোয়া ৯টার দিকে গদখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রাহাজ্জান সরদার বাজারের সেলুনে বসে সেভ করাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে আসা ছয়জনের মধ্যে দুজন সেলুনে ঢুকে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। হেলমেট পরা ওই দু’যুবক দ্রুত পালিয়ে যায়। মিজানুর রহমান জানান, একটি গুলি তার হাতে লেগে তা ফুসফুসের মধ্যে বিদ্ধ হয়। স্থানীয়রা রাহাজ্জানকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের রাজারহাটে রূপালী ব্যাংকের ঋণ কর্মকর্তার লাঠির আঘাতে এ যুবক (৩০) মামাশ্বশুরের বাড়িতে বেড়াতে এসে খুন হয়েছে। বৃহস্পতিবার পুলিশ লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির গতিয়াসাম এলাকায় বুধবার রাতে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতিয়াসাম এলাকার পালিত বাবা ওসমান আলীর ছেলে আব্দুল মালেকের বোন মর্জিনা বেগমের মেয়ে সীমা ঢাকায় গার্মেন্টসে চাকরি করত। একই গার্মেন্টসে কর্মরত কুমিল্লার বাসিন্দা নিহত ওই যুবকের সঙ্গে সীমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তারা দুজন বিয়েবন্ধনে আবদ্ধ হয়। তাদের সংসারে তিন বছরের কন্যাসন্তান আছে। ভৈরব ॥ জামালপুর খালপাড় গাংকূল হাটির জজ মিয়ার ছেলে একাধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত লাল খাঁ ওরফে লালা ডাকাতকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের মা আম্বিয়া বেগম বাদী হয়ে ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে বাড়ি থেকে কে বা কারা তাকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে একই এলাকার দ্বীন ইসলামের বাড়ির বাঁশঝাড়ের কাছে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে তার ভাই ও আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে রাতেই সে মারা যায়। খুলনা ॥ খুলনায় ছুরিকাঘাতে নাদিম (৪৮) নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টায় মহানগরীর খালিশপুরের বিটিসিএল অফিসের সামনে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। হবিগঞ্জ ॥ অবৈধ ব্যবসার ভাগ-ভাটোয়ারার বিরোধ নিয়ে মঙ্গলবার মধ্যরাতে চুনারুঘাটের নালুয়া চা-বাগানে দুলাল তাঁতী (৩৫) নামে মাদক বিক্রেতাকে বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে আরেক মাদক বিক্রেতা। এ ঘটনায় পরেশ তাঁতী নামে মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সীমান্তবর্তী ওই বাগানে দুই মাদক বিক্রেতার মধ্যে ব্যবসার ভাগ-বাটোয়ারা নিয়ে বাগ্বিত-ার জের ধরে এ হত্যার ঘটনা ঘটে। কচুয়া, চাঁদপুর ॥ রাজিয়া বেগম (১৯) নামে গৃহবধূকে হত্যা করা হয়েছে। বুধবার সকালে পাথৈর ইউনিয়নের আটমোর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের সোলাইমানের মেয়ে রাজিয়া বেগমকে বাবার বাড়িতে রেখে তার মা সকিনা বেগম যৌতুকের টাকা সংগ্রহের জন্যা দাউদকান্দি যায়। বাড়িতে ফিরে এসে তার মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। এ ব্যাপারে কচুয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। রাজিয়ার মা সকিনা বেগম জানান, যৌতুকের জন্য আমার মেয়েকে তার স্বামী একই গ্রামের খোরশেদ আলমের ছেলে ইয়াছিন হত্যা করেছে। কেরানীগঞ্জ ॥ কালীগঙ্গা নদী থেকে মাসুদ রানা (৩৮) নামে যুবলীগকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খাড়াকান্দি ছানারঘাটের পাশ থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের দুই চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। লক্ষ্মীপুর ॥ শাঁখারীপাড়া শ্মশানঘাট এলাকায় রহমতখালী খালের পানিতে পড়ে নিখোঁজ মাহী নামে দু’বছর বয়সের শিশুকন্যার লাশ উদ্ধার করেছে দমকলবাহিনীর সদস্যরা। পৌরসভার তেরোবেঁকী এলাকার লোকজন লাশটি দেখে খবর দেয়ার পর বুধবার বিকেলে দমকলবাহিনীর সদস্যরা শিশুর লাশটি উদ্ধার করে। শিশুর বাবার নাম আলী আহম্মদ। সিরাজগঞ্জ ॥ বৃহস্পতিবার সকালে এনায়েতপুর থানার আজুগড়া গ্রাম থেকে হাসেম আলী (৪৬) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি এনায়েতপুর থানার মেঘুলা সরাকুড়া গ্রামে। ফরিদপুর ॥ স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রাম থেকে মৃতদেহ উদ্ধারের এ ঘটনা ঘটে। এর মধ্যে স্বামী মনসুর শেখের (৫০) মৃতদেহ নিজ বাড়িসংলগ্ন বাগানে কাঁঠালগাছে গলায় রশি দেয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্ত্রী জাহানারা বেগমের (৪৫) মৃতদেহ বাড়ির কক্ষে খাটের ওপর পড়ে থাকতে দেখা যায়। তার গলায় গামছা পেঁচানো ছিল। মনসুর শেখ মুদি ব্যবসায়ী। কুমিল্লা ॥ নিখোঁজের পাঁচ দিন পর শাহাদাৎ হোসেন সিফাত নামের স্কুলছাত্রের দ্বিখ-িত লাশ উদ্ধার করেছে পুলিশ। নাঙ্গলকোট উপজেলার কৈলাশ গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। সিফাত কৈলাশ গ্রামের নতুন বাড়ির নুরুল হকের ছেলে। সে স্থানীয় জোড্ডা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর অনিয়মিত ছাত্র ছিল। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রবিবার বিকেল থেকে সিফাতকে (১৩) না পেয়ে পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। বৃহস্পতিবার সিফাতের মাথা গ্রামের মিয়াজী বাড়ির পুকুরে এবং দেহ পাশের ধানক্ষেতে পাওয়া যায়। নৌকাডুবিতে নিখোঁজ ৪ ব্যবসায়ীর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা নরসিংদী থেকে জানান, মেঘনা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ চার গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে রায়পুরা উপজেলার দুর্গম চর এলাকা নিলক্ষা গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে লাশগুলো উদ্ধার করে নরসিংদী ফায়ার সার্ভিস। উদ্ধারকৃতরা হলোÑ আনোয়ার ফরাজী (৪৫), আবদুল হক (৩৫), ফরিদ মিয়া (৪২) ও খলিল মিয়া (৩৬)। মঙ্গলবার সন্ধ্যায় রায়পুরার ভেলুয়ারচর থেকে গরু ও কাঠসহ পাঁচ ব্যবসায়ীকে নিয়ে স্থানীয় গোলাপ মাঝির নৌকা নদীর অপর পাড় চরসুবদ্দী ইউনিয়নের ভাটখোলা যাওয়ার পথে হঠাৎ ঝড়ের কবলে পড়ে মেঘনায় ডুবে যায়।
×