ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশাল মাগুরা ও ভোলায় নৌকাবাইচ

প্রকাশিত: ০৬:১৩, ১৪ অক্টোবর ২০১৬

বরিশাল মাগুরা ও ভোলায় নৌকাবাইচ

জনকণ্ঠ ডেস্ক ॥ বরিশালের পালরদী, মাগুরার নবগঙ্গা ও মধুমতি এবং ভোলার তেঁতুলিয়া নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসব প্রতিযোগিতায় ছিল উপচেপড়া ভিড়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বরিশাল ॥ দুর্গোৎসব উপলক্ষে আড়িয়াল খাঁ নদের শাখা জেলার গৌরনদী উপজেলার পালরদী নদীতে বৃহস্পতিবার বিকেলে নৌকাবাইচ ও হাতির সঙ্গে লঞ্চের রশি টানাটানির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার টরকী বন্দর দুর্গা মন্দির ও টরকী বন্দর বণিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত নৌকাবাইচ ও হাতির সাথে ঢাকা-টরকীগামী যাত্রীবাহী চলন্ত লঞ্চের রশি টানাটানির এ ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আনন্দ উপভোগ করতে নদীর দু’তীরে সকল বয়সের হাজার হাজার নারী ও পুরুষদের সমাগম ঘটে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, পৌর মেয়র হারিছুর রহমান। সভায় সভাপতিত্ব করেন প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি ও ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দিলীপ। মাগুরা ॥ নবগঙ্গা ও মধুমতি নদীতে বুধবার বিকালে নৌকাবাইচ প্রতিযোগিতা ও নদীতীরে মেলা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার মালন্দ পঞ্চবটি রামকৃষ্ণ সংঘ দুর্গাপূজার বিজয়া দশমীর পরদিন সন্ধ্যায় মালন্দ পঞ্চবটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য কামরুল লায়লা জলি এমপি। একইদিনে মহম্মদপুরের ঝামায় মধুমতিতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। ঝামা বাজার কমিটি এর আয়োজন করে। ভোলা ॥ গ্রামের যুব সমাজকে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসী কর্মকা- থেকে দূরে রাখার লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বোরহানউদ্দিন উপজেলা ক্রীড়া সংস্থা এই নৌকা বাইচের আয়োজন করে। বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীর শান্তির হাটের মোড় থেকে নৌকাবাইচ শুরু হয়ে বোরহানউদ্দিন লঞ্চঘাটে এসে শেষ হয়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলী আজম মুকুল।
×