ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন মাসে পোশাক খাতে রফতানি আয় ৭৩৪ কোটি ডলার

প্রকাশিত: ০৫:১০, ১২ অক্টোবর ২০১৬

তিন মাসে পোশাক খাতে রফতানি আয় ৭৩৪ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সেপ্টেম্বরে সবচেয়ে বেশি রফতানি আয় ২৫০ কোটি ১৩ লাখ ডলার এসেছে তৈরি পোশাক খাত থেকে। সেই হিসেবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তৈরি পোশাক খাত থেকে রফতানি আয় এসেছে মোট ৭৩৪ কোটি ৫১ লাখ ডলার। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম তিন মাসে তৈরি পোশাক খাত থেকে রফতানি আয় আসে ৬৬৬ কোটি ৫৯ লাখ ডলার। অর্থাৎ, অর্থবছর হিসেবে প্রথম তিন মাসে তৈরি পোশাক খাতে রফতানি প্রবৃদ্ধি হয়েছে সাড়ে তিন শতাংশ। ইপিবি’র প্রতিবেদনে দেখা যায়, জুলাইয়ে পোশাক খাতে ৩০৩ কোটি ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রফতানি হয়েছে ২১১ কোটি ডলার। গত আগস্টেই তৈরি পোশাক খাত থেকে রফতানি আয় আসে ২৭২ কোটি ৬২ লাখ ডলারের। সেপ্টেম্বরে ঈদ-উল-আযহার কারণে বেশ কিছুদিন ছুটি থাকায় রফতানি আয়ে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দরে প্রাইম মুভার ধর্মঘটের ফলে কন্টেনার পরিবহন বাধাগ্রস্ত হয়। ফলে পোশাক খাতে রফতানি আয় কমে আসার অন্যতম কারণ বলছেন এ খাতের উদ্যোক্তারা। বেসরকারী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সারা বিশ্বেই বর্তমানে অর্থনীতিতে একটি শ্লথগতি লক্ষ্য করা যাচ্ছে। চীনে রফতানি প্রবৃদ্ধি কমেছে। অন্য দেশেও প্রবৃদ্ধি বেশি ইতিবাচক ধারায় নেই। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের সরে আসার সিদ্ধান্ত (ব্রেক্সিট), পাউন্ডের দর পতন সব মিলিয়ে বৈশ্বিক হিসেবে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ভাল। রফতানি প্রবৃদ্ধি ভাল অবস্থানে আছে। তবে ‘নন ট্র্যাডিশনাল মার্কেটে’ আমাদের রফতানি বাড়ানোর বিষয়ে জোর দেন তিনি।
×