ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্ষুদে শিল্পী রাফি

প্রকাশিত: ০৪:০৬, ৯ অক্টোবর ২০১৬

ক্ষুদে শিল্পী রাফি

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ে অত্যন্ত জনপ্রিয় ক্ষুদে মডেল শেখ আবিদ আর রাফি। তবে মিডিয়াতে যে রাফি বস নামে পরিচিত। তার জন্ম ২০০৯ সালের ৪ সেপ্টেম্বর খুলনায়। রাফির বাবা শেখ তোফাজ্জেল হোসেন ফুয়াদ, মা ডালিয়া আক্তার আঁখি। সাড়ে তিনি বছর বয়স থেকে মিডিয়াতে বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ শুরু করে রাফি। বর্তমারে তার বয়স ৭ বছর। প্রায় সাড়ে তিন বছরের ক্যারিয়ারে রাফি ৩৭টি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছে। অসংখ্য ক্ষুদে মডেলের মধ্য থেকে অডিশনের মাধ্যমে নির্বাচিত হয়ে বসুন্ধরা সিমেন্টের বিজ্ঞাপনে প্রথম মডেল হয় রাফি। বিজ্ঞাপনটি অনেক জনপ্রিয় হয়। এর মাধ্যমে তার মিডিয়াতে পথ চলা শুরু হয়। এরপর অডিশনের মাধ্যমে একের পর এক বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্মে কাজ করে রাফি। অভিনয়গুণে সহজেই পরিচিতি লাভ করে সে। রাফির বিজ্ঞাপনগুলোর মধ্যে রয়েছে সার্ফ এক্সেল (বাবা ও কাঁদা) সেরা গল্প ২০১৩, নাইট এঙ্গেল মেডিক্যাল কলেজ হসপিটাল, ইউরোপা বিস্কিট, কিষোয়ান নুডলস, প্রাণ মিল্কি স্টিক, সার্ফ এক্সেল, ভিওলা সয়াবিন তেল, রবি (ধন্যবাদ)-১, রবি (ধন্যবাদ)-২, প্রিমিয়াম মেটাল, বেস্ট ইলেকট্রনিকস, কনিয়ন ফ্রিজ (কনিয়ন ৫০-৫০) প্রভৃতি। সার্ফ এক্সেলের দাগ থেকে দারুণ গল্পের বিজ্ঞাপনটি মাত্র দুই মাসে ইউটিউবে প্রায় ১৩ লাখ দর্শনার্থী হয়েছে। মিডিয়া সংশ্লিষ্টদের অক্লান্ত প্রচেষ্টায়, অসংখ্য মিডিয়া কর্মীর সহায়তা রাফি একের পর এক কাজ করে যাবে। এজন্য রাফি ও তার পরিবার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
×