ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নরসুন্দা পুনঃখনন চলছে কাগজে-কলমে বাস্তবে দেখা নেই

প্রকাশিত: ০৩:৫৮, ৯ অক্টোবর ২০১৬

নরসুন্দা পুনঃখনন চলছে কাগজে-কলমে বাস্তবে দেখা নেই

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৮ অক্টোবর ॥ শহরের বুকচিরে বয়ে চলা এককালের খরস্রোতা নরসুন্দা নদী পুনঃখনন কাজে অনিয়মের বিস্তর অভিযোগ উঠেছে। আর মাত্র তিন মাস বাকি থাকলেও নদী খননসহ ১১০ কোটি টাকার প্রকল্পের ২২টি কাজের মধ্যে পাগলা মসজিদের পাশে, আখড়াবাজার ও পুরনো থানার সেতু ছাড়া কোনটি এখনও দৃশ্যমান হয়নি। মৃতপ্রায় নরসুন্দা নদীতে পানির প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে ২১ কোটি টাকা ব্যয়ে খনন করা হলেও নদীতে পানির প্রবাহ নেই। ৩৫ কিলোমিটার নদী খননের মধ্যে ৩৩ কিলোমিটার খননকাজ সম্পন্ন দেখানো হয়েছে। এছাড়া নদীর দুই পাড়ে ওয়াকওয়ে তৈরি করাসহ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের নামে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। শত শত স্থাপনা উচ্ছেদ করা হলেও এখনও শহরের বটতলার জামে মসজিদসহ বেশ কয়েকটি বহুতল ভবন অদৃশ্য ‘খুঁটির জোরে’ ও টাকার বিনিময়ে বহাল তবিয়তে দাঁড়িয়ে থাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে শহরের বিজয় চত্বরে নরসুন্দা প্রকল্প, গণশুনানি, তদন্ত কমিটি অতঃপর শিরোনামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির এসব অভিযোগ তুলে ধরেন। জেলা বারের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন, এ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, ডাঃ সামছুদ্দিনসহ ক্ষতিগ্রস্ত অন্যরা সম্মেলনে উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করাসহ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের নামে লুটপাট ও দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসাপেক্ষে শাস্তি প্রদানের পাশাপাশি ডিটেল প্রজেক্ট প্ল্যান (ডিপিপি) অনুযায়ী নরসুন্দা প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানানো হয়। জানা গেছে, প্রকল্পের প্রতিটি কাজই অগোছালো ও যেনতেনভাবে সম্পন্ন করার তোড়জোড় চলছে। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে, প্রকল্পের বেশিরভাগ টাকাই লুটপাট করা হয়েছে। নদীর পাড় রক্ষার জন্য বসানো ব্লকগুলো খুবই নিম্নমানের। কোন কোন ব্লকে কংক্রিট ও সিমেন্টের পাশাপাশি মাটিও পাওয়া গেছে। এছাড়া মেশিন বসিয়ে নদী থেকে অবৈধভাবে বালু তুলে পৌর পার্কের স্থানটি ভরাট করা হয়েছে। পার্কের কাজ ৭৬ ভাগ শেষ দেখানো হলেও এখনও দৃশ্যমান অনেক কিছুই নেই। নির্মিত ওয়াকওয়ের বিভিন্ন স্থানে ইট-পাথর উঠে গেছে। দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট তিন সচিব কিশোরগঞ্জে এসে গণশুনানি করেন। শুনানিতে তিন সচিব দুর্নীতিবাজ কাউকে ছাড় না দেয়ার প্রতিশ্রুতি দিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করার ঘোষণা দেন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রইছ উদ্দিনের নেতৃত্বে তদন্ত দল একাধিকবার প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
×