ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইয়াবা বিক্রেতা সেলিমের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী

প্রকাশিত: ০৪:১১, ৮ অক্টোবর ২০১৬

ইয়াবা বিক্রেতা সেলিমের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার দোরাবতী গ্রামের কুখ্যাত মানব পাচারকারী সেলিম পোদ্দার এখন অবাধে ইয়াবা বিক্রি চালিয়ে যাচ্ছে। এর ফলে হুমকির মুখে রয়েছে আউটশাহী ইউনিয়নসহ আশপাশের ইউনিয়নের তরুণরা। এই সেলিম পোদ্দারের নামে মাদক বিক্রি ছাড়াও মানব পাচার, বিদেশে লোক নিয়োগের নামে প্রতারণা, স্থানীয় সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। নানা অপকর্মের সঙ্গে জড়িত এই মাদক বিক্রেতার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা। স্থানীয় সূত্র জানায়, আশপাশের গ্রাম ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইয়াবা সেবীরা সেলিম পোদ্দারের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে। সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন রাতে সেলিম পোদ্দারের বাড়িতে ইয়াবা সেবনের আসর বসে বলেও স্থানীয় সূত্র জানায়। সূত্রটি আরও জানায়, সেলিম পোদ্দার প্রবাসী হিসেবে সিঙ্গপুরে গিয়েছিল। সেখানে গিয়েও নানা অপরাধে জড়িয়ে পড়ে সে। পরবর্তীতে দেশে চলে আসে। স্থানীয় এক বাসিন্দা জানান, সেলিম পোদ্দার এলাকায় যেভাবে মাদক বিক্রি চালিয়ে যাচ্ছে, তাতে আমাদের সন্তানদের নিয়ে সব সময় আমাদের চিন্তায় থাকতে হয়। সেলিম পোদ্দারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে এলাকার তরুণরা নষ্ট হয়ে যাবে।
×