ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে গিয়ে ৪৪ আফগান সেনা নিখোঁজ

প্রকাশিত: ০৩:৪৬, ৮ অক্টোবর ২০১৬

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে  গিয়ে ৪৪ আফগান  সেনা নিখোঁজ

দুই বছরেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে সামরিক প্রশিক্ষণ নিতে যাওয়া ৪৪ আফগান সেনা নিখোঁজ হয়েছেন। যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের হাতছানি ও ভাল কাজের আশায় এসব সেনা পালিয়ে গেছে বলে পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন। ২০০৭ সাল থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার ২০০ আফগান সেনা যুক্তরাষ্ট্রে সামরিক প্রশিক্ষণ নিয়েছেন। নিখোঁজের এ সংখ্য সেই তুলনায় নগন্য হলেও আফগান সেনাদের এ ধরনের আচরণে সামরিক এ প্রশিক্ষণ কার্যক্রমের নিরাপত্তা ও সেনা বাছাইয়ের ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। নিখোঁজ এসব সেনা ওবামা প্রশাসনকেও বিব্রত করছে। কারণ আফগান সেনাদের প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্র শত শত কোটি ডলার ব্যয় করছে। আর এ খবর আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আরও সুযোগ করে দেবে। কারণ ট্রাম্প সবসময় ওবামা প্রশাসনের এ কার্যক্রমকে অহেতুক বলে সমালোচনা করে আসছে। মার্কিন প্রতিরক্ষা দফতরের কর্মকর্তারা বলছেন, প্রশিক্ষণের জন্য আসা বিদেশী সেনাদের পালিয়ে যাওয়ার ঘটনা মাঝে মাঝে ঘটে থাকে। -ইয়াহু নিউজ
×