ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

‘সিনেমাওয়ালা’সৈয়দ হক

প্রকাশিত: ০৬:২১, ৬ অক্টোবর ২০১৬

‘সিনেমাওয়ালা’সৈয়দ হক

গত ২৭ সেপ্টেম্বর বাংলা সাহিত্য ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রয়াণ ঘটে। দীর্ঘ ৬ দশক ধরে তিনি আমাদের তার সৃষ্ট একাধিক আলোক রশ্মি দিয়ে আলোকিত করেছেন। শহর, নগর কিংবা প্রান্তিক জনপদ। কোথায় পৌঁছায়নি এই নক্ষত্রের আলো! হয়ত নিজেও ভাবেননি এত আলো তিনি ছড়াতে পারবেন! কবিতা, কথাকাব্য, কথাসাহিত্য, কাব্যনাট্য, প্রবন্ধ, চিত্রনাট্য, অনুবাদ, গীতিকবিতা, গান... কোথায় আলো ফেলেননি এই শিল্প সাহিত্যের বর পুরুষ! জন্মেছিলেন ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর উত্তর বাংলার আধকোষা নদী মান্দারবাড়ি, শুকুনমারির ধুঁ ধুঁ জনপদে। তার বেড়ে ওঠা জনপদের চিত্র ছিল জীবন মানে বেঁচে থাকার নিরন্তর চেষ্টা। এমন সংজ্ঞায় দীক্ষিত জনমনুষ্যের সঙ্গে। গভীরের তলদেশ থেকে উপলব্ধি করেছিলেন, নিজের জন্মস্থান ও জনমানুষের জীবন চিত্র। তাঁর চিন্তা-চেতনা ছিল বৈশ্বিক। যে কারণে থাকতে পারেননি নিজ জনপদে। সব সময় হৃদয় খুঁড়ে তুলে আনতে চেষ্টা করেছেন মান্দারবাড়ি, শুকুনবাড়ির ধুঁ ধুঁ জনপদকে। মনের কল্পরাজ্যে একেঁছেন স্বপ্নের জলেশ্বরী। সত্যই তা তিনি পেরেছেন সার্থকভাবে। তাঁর কালজয়ী শিল্প চেতনা দিয়ে। ঘয়তো এসব কারণেই জীবন শুরু করেছিলেন জীবন ও শিল্পের বাস্তব চালচিত্র চলচ্চিত্রের ক্যানভাসে। ১৯৫১ সালে ঢাকা থেকে পালিয়ে যান চলচ্চিত্র নগরী বোম্বেতে, বর্তমানে মুম্বাইয়ে। ভিড়ে গিয়েছিলেন চলচ্চিত্রকার, কামাল আমরোহির নির্মাতা দলের তরুণ সদস্য হয়ে। হয়তো শেষ পর্যন্ত নিজেকে খুঁজে পাননি ওই নগরীতে! বছরখানেক পর ফিরলেন নিজের জন্মের কাছে। ১৯৫২-এর শেষের দিকে ঢাকার চলচ্চিত্রের সূচনালগ্নে হয়ে যান সিনেমার অভিযাত্রিক। মাটির পাহাড় নামে একটি ছবি নির্মিত হয়। সে সিনেমার গান লিখেছিলেন প্রখ্যাত কবি শামসুর রাহমান, সঙ্গীত পরিচালনায় ছিলেন সমর দাস। আর চিত্রনাট্য লিখেছিলেন সৈয়দ শামসুল হক। বলা যায়, শুরুটাই ছিল তাঁর চলচ্চিত্রের ক্যানভাসে। ১৯৫৬ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস দেয়ালের দেশ। তারপর আবার লিখলেন সিনেমার চিত্রনাট্য। ভুলি নাই, সুতরাং, ময়নামতি, অবুঝ মন, বড় ভাল লোক ছিল, অভিযান, আশীর্বাদ, গেরিলা এমন অনেক সোনালি সিনেমার চিত্রনাট্য। তবে সিনেমাওয়ালার অমর কীর্তির মধ্যে তাঁর লেখা গান অন্যতম- চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, কারে বলে ভালবাসা কারে বলে প্রেম, হায়রে মানুষ রঙিন ফানুষ, তুমি আসবে বলে, কাছে ডাকবে বলে, যার ছায়া পড়েছে মনেরও আয়নাতে... এমন অনেক গান দর্শক-শ্রোতাদের হৃদয়ে দোলা দিয়েছে যুগের পর যুগ। রুনা লায়লা, ফেরদৌসী রহমান, এন্ড্রু কিশোরের মতো নন্দিত শিল্পীরা তাঁর লেখা গানে কণ্ঠ দিয়েছেন। সব মিলে এই সব্যসাচী কবি ও লেখক, চলচ্চিত্র শিল্পের ও বাতিঘর হয়ে থাকবেন। এবং নিঃসন্দেহে এই শিল্পর মধ্যে তিনি বেচেঁ থাকবেন যুগ যুগ ধরে...
×