ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১১ মাসের সর্বোচ্চ অবস্থানে ডিএসইর সূচক

প্রকাশিত: ০৪:৪৪, ৫ অক্টোবর ২০১৬

১১ মাসের সর্বোচ্চ অবস্থানে ডিএসইর সূচক

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই পুঁজিবাজারে মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ফলে দিনটিতে গত ১১ মাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে প্রধান বাজারের সূচক। এর আগে ২০১৫ সালের ১৫ অক্টোবর সূচকের এই অবস্থান ছিল। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সামান্য লেনদেন বেড়েছে। ডিএসইতে বেশিরভাগ কোম্পানির দর কমলেও মূলত বড় মূলধনী ও জ্বালানি এবং শক্তি খাতের কোম্পানিগুলোর দরবৃদ্ধিতে সূচকের উর্ধগতি দেখা দেয়। এছাড়া দিনটিতে ব্যাংক খাতের কোম্পানিগুলোর প্রতিও বিনিয়োগকারীদের চাহিদা বেশি ছিল। শুধু তাই দ্বিতীয় দিনের মতো লেনদেনের শীর্ষে থাকল মবিল যমুনা বিডি ও সিঙ্গার বিডি। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৫৬২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে ৫৯৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। লেনদেন কমলেও বড় মূলধনী কোম্পানিতে চাহিদা বেশি ছিল। এর বাইরে ছোট মূলধনী বা জাঙ্ক শেয়ারগুলো কিছুটা দর হারিয়েছে দিনটিতে। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৪, কমেছে ১৩৬ এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭০৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৮৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- মবিল যমুনা বিডি, সিঙ্গার বিডি, স্কয়ার ফার্মা, পাওয়ার গ্রীড, তিতাস গ্যাস, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, যমুনা অয়েল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও জিবিবি পাওয়ার। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- জিবিবি পাওয়ার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন, সালভো কেমিক্যাল, মেঘনা সিমেন্ট, সি এ্যান্ড এ টেক্সটাইল, এনভয় টেক্সটাইল, প্রিমিয়ার সিমেন্ট ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ, সামাতা লেদার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, রহিমা ফুড, বিডি অটোকারস, ইসলামী ইন্স্যুরেন্স, কোহিনূর কেমিক্যাল, অগ্রণী ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার ও আলহাজ টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৭৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৪, কমেছে ১১৩ এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- একমি ল্যাবরেটরিজ, তিতাস গ্যাস, বিএসআরএম লিমিটেড, গ্রামীণফোন, জিবিবি পাওয়ার, এএমসিএল প্রাণ, ইয়াকিন পলিমার, জেনারেশন নেক্সট ফ্যাশন, রিজেন্ট টেক্সটাইল ও সি এ্যান্ড এ টেক্সটাইল।
×