ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের উর্ধগতি

প্রকাশিত: ০৪:৩১, ৪ অক্টোবর ২০১৬

পুঁজিবাজারে সূচকের উর্ধগতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। দিনটিতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। তবে বড় মূলধনী কোম্পানিগুলোর দর বাড়ার কারণে সূচকে ইতিবাচক প্রবণতা ছিল। দিনশেষে দিনটিতে ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ১২ শতাংশ লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৫৯৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৬৫ কোটি ৭৩ লাখ টাকা বেশি লেনদেন। রবিবার ডিএসইতে ৫৩১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর। এদিকে সকালে সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হলেও ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৯১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : মবিল যমুনা বিডি, বিএসআরএম লিমিটেড, যমুনা অয়েল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এক্টিভ ফাইন, ইয়াকিন পলিমার, সিঙ্গার বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট ও আইপিডিসি। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, আর্গন ডেনিমস, অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক, ইভিন্স টেক্সটাইল, বাজার্র পেইন্টস, বিচ হ্যাচারী, এক্টিভ ফাইন, এ্যাপেক্স ফুডস ও ইনটেক অনলাইন। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইয়াকিন পলিমার, মডার্ন ডাইং, এ্যাপেক্স স্পিনিং, রহিমা ফুড, এমবে ফার্মা, প্রাইম টেক্সটাইল, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইবনে সিনা ও কাসেম ড্রাইসেল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আরএকে সিরামিক, ইয়াকিন পলিমার, লঙ্কা বাংলা ফাইনান্স, একমি ল্যাবরেটরিজ, বিএসআরএম স্টিল, স্কয়ার ফার্মা, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা বিডি, কেয়া কসমেটিকস ও ইউনিয়ন ক্যাপিটাল।
×