ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

অর্থনৈতিক সাফল্যের জন্য অবশ্যই ইউরোপের বাইরে তাকাতে হবে

প্রকাশিত: ০৪:২৯, ৪ অক্টোবর ২০১৬

অর্থনৈতিক সাফল্যের জন্য অবশ্যই ইউরোপের বাইরে তাকাতে হবে

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে রবিবার বলেছেন, অর্থনৈতিক সাফল্যের জন্য তার দেশকে অবশ্যই ইউরোপের বাইরে তাকাতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাজ্যকে একক বাজারে রাখার জন্য অভিবাসন নিয়ে কোন চুক্তি করা হবে না। খবর টেলিগ্রাফের। ব্রেক্সিটের (ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ) বিস্তারিত ব্লুপ্রিন্ট প্রথমবারের মতো তুলে ধরে মে বলেন, যুক্তরাজ্য সত্যিকার অর্থে বিশ্ব বিস্তৃত হবে। তিনি ব্রিটেনের সঙ্গে বড় রকমের অবাধ বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত এমন আটটি দেশের নাম উল্লেখ করেন। এদের মধ্যে ছিল চীন, ভারত ও সিঙ্গাপুর। মে স্পষ্ট করেছেন যে, ব্রেক্সিট আলোচনায় সীমান্ত নিয়ন্ত্রণ প্রশ্নে আমাদের মতের কোন পরিবর্তন হবে না। তিনি বলেন, আমরা অভিবাসন নিয়ন্ত্রণ আবার ছেড়ে দিতেই কেবল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করছি না। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কনজারভেটিভ পার্টির সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, অভিবাসন প্রশ্নে যুক্তরাজ্য এর নিজস্ব সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ব্রেক্সিটের পর যুক্তরাজ্য পুরোপুরি স্বাধীন, সার্বভৌম দেশ হবে এবং সে আর ইউরোপীয় আদালতের এখতিয়ারের মধ্যে থাকবে না। ব্রিটেন একক বাজার ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি আভাস দেন। তার এসব মন্তব্য নিয়ে ইইউ নেতারা ক্ষুব্ধ হবেন। বার্মিংহামে ভাষণ দেয়ার সময় মে ব্রিটেনকে ইইউ ত্যাগ করা থেকে বিরত রাখতে যাচ্ছেন টোরি দলীয় এমন এমপি ও পিয়ারদের (লর্ড সভার সদস্য) উদ্দেশে বলেন, তারা ব্রিটিশ জনগণের বুদ্ধিমত্তার অপমান এবং গণতন্ত্র ধ্বংস করছেন। এর আগে মে বলেন, ব্রিটেন ২০১৯ সালে ইইউ ত্যাগ করবে। এরও আগে তিনি আগামী বছরের মার্চ মাসে ব্লক ত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবেন বলে ঘোষণা করেন। ইইউর বাইরে ব্রিটেনের ভবিষ্যত নিয়ে মের মন্তব্যকে সম্মেলন হলের মধ্যে এমপি, মন্ত্রী ও রক্ষণশীল সদস্যরা স্বাগত জানান। মে বলেন, ব্রেক্সিট যে কেবল ইইউর সঙ্গে আমাদের নতুন সম্পর্ক নিয়ে ভাবতে আমাদের তাগিদ দিচ্ছে এমন নয়।
×