ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দীপন হত্যার কথা স্বীকার করল এবিটি সদস্য সবুর, জেলে প্রেরণ

প্রকাশিত: ০৮:০৪, ৩ অক্টোবর ২০১৬

দীপন হত্যার কথা স্বীকার করল এবিটি সদস্য সবুর, জেলে প্রেরণ

বিশেষ প্রতিনিধি ॥ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আবদুস সবুর রবিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যার কথা স্বীকার করেছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার পর তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। ঢাকার মহানগর হাকিম আহসান হাবিব তার জবানবন্দী রেকর্ড করেন। তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দা পুলিশ সূত্রে এ খবর জানা গেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুল কবির আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আবদুস সবুরকে আদালতে হাজির করে তার জবানবন্দী রেকর্ড করার আবেদন করেন। আবেদনে বলা হয়, দীপন হত্যা মামলায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে চান এই আসামি। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান।
×