ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিবিএ নির্বাচনে অংশ নিচ্ছেন ২০ জন

প্রকাশিত: ০৪:৪৯, ২ অক্টোবর ২০১৬

ডিবিএ নির্বাচনে অংশ নিচ্ছেন ২০ জন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সদস্যদের সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রথম নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ করা ২১ জনের মধ্যে ২০ জন তাদের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার জমা দিয়েছেন। এদের মধ্যে ১৫টি পদে ১৫ জন নির্বাচিত হবেন। নির্বাচিত ১৫ জনের ভেতর থেকেই পরে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হবে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হারুন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ বলেন, মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। নির্বাচনের জন্য আগ্রহী সদস্যরা মনোনয়নপত্র সংগ্রহ করে তা জমা দিয়েছেন। এখন এগুলো যাচাই বাছাই করা হবে। আগামী ৪ অক্টোবর বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ নবেম্বর রবিবার। জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ২৮ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টা পর্যন্ত মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এই ২১ জনের মধ্যে শুধু এম সিকিউরিটিজের চৌধুরী মোঃ নূরুল আজম ছাড়া সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। যারা মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন তাদের মধ্যে আছেন, ডিবিএল সিকিউরিটিজের মোহাম্মদ আলী, বুলবুল সিকিউরিটিজের এ এস শহিদুল হক বুলবুল, রাসটি সিকিউরিটিজের সৈয়দ রেদোয়ানুল ইসলাম, এ্যারিজ সিকিউরিটিজের মাসুদুল হক, পিপলস ইক্যুটিজের কবির আহমেদ, সাদ সিকিউরিটিজের মোঃ দেলোয়ার হোসাইন, এমডি শহিদুল্লাহ সিকিউরিটিজের শরীফ আনোয়ার হোসেন, মর্ডান সিকিউরিটিজের খুজিসতা নূর-ই নাহারীন, প্রাইলিঙ্ক সিকিউরিটিজের ড. জহিরুল ইসলাম, ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসের মোস্তাক আহমেদ সাদেক, গ্লোবাল সিকিউরিটিজের রিচার্ড ডি রোজারিও, কান্ট্রি স্টক লিমিটেডের খাজা আসিফ আহম্মেদ, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসের আহম্মদ রশিদ লালি, শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টের মোঃ সাজেদুল ইসলাম, ইউনিক্যাপ সিকিউরিটিজের ওয়ালি উল ইসলাম, রয়েল গ্রীন সিকিউরিটিজের আব্দুল হক, থিয়া সিকিউরিটিজের মাহবুবুর রহমান, ই-সিকিউরিটিজের এম মোয়াজ্জেম হোসাইন, কে-সিকিউরিটিজ এ্যান্ড কনসালটেন্টসের দিল আফরোজা কামাল, শাহেদ সিকিউরিটিজের শাহেদ আব্দুল খালেক। প্রাপ্ত তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনে ২০ নবেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলবে। ২৪১ জন সদস্য ভোটের মাধ্যমে নতুন কমিটির জন্য ১৫ সদস্যের একটি প্যানেল নির্বাচিত করবেন। এই প্যানেল থেকেই পরে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪ অক্টোবর প্রাথমিক প্রার্থী তালিকা ও ১৮ অক্টোবর চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ হবে।
×