ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিএস প্রিলি পরীক্ষা শান্তিপূর্ণ

প্রকাশিত: ০৮:৪৬, ১ অক্টোবর ২০১৬

বিসিএস প্রিলি পরীক্ষা শান্তিপূর্ণ

স্টাফ রিপোর্টার ॥ কোন ধরনের বিতর্ক ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেয় সর্বোচ্চ দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ পরীক্ষার্থী। এদিকে বিসিএস পরীক্ষায় ১০০ ভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে এবার লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ প্রক্রিয়া ভিডিও কনফারেন্সে ছয় বিভাগীয় কমিশনার ও ডিসিদের জানানো হয়েছে। লটারির পুরো প্রক্রিয়া ভিডিও কনফারেন্সে লাইভ দেখেন তারা বিসিএসের প্রিলিমিনারিতে এবারই প্রথম এভাবে প্রশ্নপত্র নির্ধারণ করা হলো। পরীক্ষার আগে সকালে রাজধানীর আগারগাঁও সরকারী কর্মকমিশন সচিবালয়ে আট সেট প্রশ্নের মধ্যে লটারির মাধ্যমে প্রশ্নপত্র ঠিক করা হয়। এ বছর চিত্রা সেটের প্রশ্নপত্র দিয়ে বিসিএস পরীক্ষা হয়েছে। তবে লটারি ও ভিডিও কনফারেন্সে চলা এ প্রক্রিয়া নজর কেড়েছে সবার। প্রশ্নপত্র লটারির আগে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক দেশের ছয়টি বিভাগের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। সকল প্রক্রিয়ায় সুন্দরভাবে শেষ করতে পারায় স্বস্তি প্রকাশ করে পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, আমরা চাই বিসিএস পরীক্ষা স্বচ্ছভাবে হোক। এ কারণেই আমাদের সব আয়োজন। ঢাকায় দুজন ও চট্টগ্রামে একজন জেলখানায় বসে পরীক্ষা দিয়েছেন। প্রত্যেক কেন্দ্রে একজন করে নির্বাহী হাকিম ছিলেন। পুরো দুই ঘণ্টা তাঁরা কেন্দ্রে পর্যবেক্ষণ করেন। চেয়ারম্যান আরও বলেন, আসলে ভিডিও কনফারেন্স করে এভাবে প্রশ্ন নির্ধারণ করার ঘটনা প্রিলিমিনারিতে এবারই প্রথম।
×