ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন বিমান হামলায় সোমালিয়ার ২২ সৈন্য নিহত

প্রকাশিত: ০৬:৩২, ৩০ সেপ্টেম্বর ২০১৬

মার্কিন বিমান হামলায় সোমালিয়ার ২২ সৈন্য নিহত

সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় ২২ সোমালীয় সৈন্য নিহত হয়েছে। ‘ভুল তথ্য’ নিয়ে হামলা করার কারণে এ ঘটনা ঘটেছে বলে সোমালিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন। খবর ওয়েবসাইটের। দেশটির গালমুদুগ প্রদেশের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ওসমান ঈসা জানিয়েছেন, তার প্রদেশে বুধবার মার্কিন বিমান হামলায় এসব সেনা নিহত হয়েছে। প্রতিবেশী পুন্টল্যান্ড প্রদেশের অনুরোধে মার্কিন বাহিনী ওই হামলা চালিয়েছে বলে তিনি জানান। ঈসা বলেন, পুন্টল্যান্ডের পক্ষ থেকে মার্কিন বাহিনীকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আল শাবাবের একদল জঙ্গীর অবস্থান জানানো হয়। কিন্তু আসলে সেটি ছিল সোমালিয়ার একটি সেনা সমাবেশ। তবে ওই মন্ত্রীর এ দাবির বিষয়ে ভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ও সোমালিয়ার পুন্টল্যান্ড প্রদেশ। পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস অবশ্য দাবি করেছেন, জঙ্গীবিরোধী অভিযানের সময় সোমালীয় সেনারা আল-শাবাবের পক্ষ থেকে হামলার শিকার হলে বিমান হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। তিনি বলেন, ওই হামলায় ৯ আল শাবাব জঙ্গী নিহত হয়েছে। হামলায় সোমালিয়ার কোন সৈন্য নিহত হয়েছে কি-না বা ভুল তথ্যের ওপর ভিত্তি করে হামলাটি চালানো হয়েছে কি-না পেন্টাগন তা খতিয়ে দেখছে বলেও তিনি উল্লেখ করেন। সোমালিয়ার পুন্টল্যান্ড পুলিশের একটি সূত্র সাংবাদিকদের জানিয়েছে, মার্কিন বিমান হামলায় এক ডজনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে আল শাবাব দাবি করেছে, হামলার সময় ঘটনাস্থলে তাদের কোন সদস্য ছিল না। ফলে তাদের কেউ হতাহত হয়নি। মিলিশিয়াদের নিষিদ্ধ না করলে হুতির সঙ্গে শান্তিচুক্তি নয় ॥ সৌদি জোট হুতি আন্দোলনের সশস্ত্র শাখা নিষিদ্ধ না করলে সৌদি নেতৃত্বাধীন জোট কোন ইয়েমেনী শান্তি মেনে নেবে না। এক মুখপাত্র বুধবার এ কথা বলেছেন। হুতির পক্ষ থেকে তিন দিন আগের একটি অস্ত্রবিরতি চুক্তির প্রস্তাব কার্যত রূঢ়ভাবে প্রত্যাখ্যান করল জোট। খবর ডন অনলাইনের। হুতি গ্রুপ রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আবদু রাব্বি মনসুর হাদিকে সৌদি আরবে নির্বাসনে যেতে বাধ্য করার পর আরব জোট ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হুতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এ যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ১০ হাজার লোক নিহত হয়েছে এবং ইয়েমেনকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়া হচ্ছে। হুতির এক শীর্ষস্থানীয় কর্মকর্তা রবিবার সৌদি আরবের বিরুদ্ধে লড়াই বন্ধের প্রস্তাব দেন। কিন্তু সৌদি জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল আসেরি বার্লিনে সাংবাদিকদের বলেছেন, এ সংঘাতের কোন রাজনৈতিক সমাধানের যখন প্রয়োজন হবে তখন সৌদি আরব এমন কোন চুক্তির প্রতি সমর্থন দেবে না- যে চুক্তিতে হুতি তাদের মিলিশিয়াদের বজায় রাখতে সক্ষম হবে।
×