ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুদানী সরকারের বিরুদ্ধে বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগ

প্রকাশিত: ০৬:৩২, ৩০ সেপ্টেম্বর ২০১৬

সুদানী সরকারের বিরুদ্ধে বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগ

সুদানের দারফুরে কয়েক ডজন শিশু রাসায়নিক অস্ত্রের শিকার হয়ে তীব্র যন্ত্রণায় মারা গেছে। বলা হয়েছে তাদের নিজেদের সরকারের রাসায়নিক অস্ত্রের হামলায় তারা নিহত হয়েছে। খবর বিবিসি অনলাইনের। এমনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, জানুয়ারি থেকে এ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত এ অস্ত্রে যে দু’শতাধিক মানুষ নিহত হয়েছে তাদের মধ্যে এ শিশুরা রয়েছে। যারা এ বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয় তাদের রক্তবমি ও শ্বাস কষ্ট হয় এবং ত্বক খসে যায়। সুদানী সরকার ও বিদ্রোহীদের মধ্যে দারফুরে লড়াই চলছে ১৩ বছর ধরে। কিন্তু সুদানীদের ওপর তাদের নিজস্ব সরকারের বারবার হামলার এ নতুন রিপোর্ট থেকে বোঝা যায় কোন কিছুর পরিবর্তন ঘটেনি। এমনেস্টির সঙ্কট গবেষণা বিষয়ক পরিচালক তিরানা হাসান এ কথা বলেছেন। এ মানবাধিকার সংস্থার ৮ মাসের তদন্তে উঠে এসেছে দারফুরের প্রত্যন্ত অঞ্চল জাবেলমারায় পোড়ামাটি নীতি গ্রহণ ধর্ষণ, হত্যা ও বোমা হামলা হয়েছে। গবেষকরা ৫৬ জন প্রত্যক্ষদর্শীর কাছে জানতে পেরেছেন যে, সুদানী বাহিনী কমপক্ষে ৩০বার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। সুদানী সৈন্যরা জানুয়ারির মাঝামাঝি সময় থেকে আবদুল ওয়াহিদের নেতৃত্বাধীন সুদান লিবারেশন আর্মির বিরুদ্ধে আক্রমণ শুরু করে। তিরানা হাসান বলেন, এ হামলার পরিমাপ ও বর্বরতা ভাষায় প্রকাশ করা কঠিন। আমাদের তদন্তে যে চিত্র ও ভিডিও দেখেছি তা সত্যিই হৃদয় বিদারক। দেখা গেছে, একটি কমবয়সী শিশু মৃত্যুর আগে তীব্র চিৎকার করছে ব্যথায়। অনেক ছবিতে দেখা যায়, কমবয়সী শিশুদের সারা শরীর ঝলসে গেছে। ফোসকা পড়েছে। শ্বস-প্রশ্বাসে কষ্ট হচ্ছে কারও কারও এবং রক্তবমি করছে কেউ কেউ। জীবিতরা বলেছে, বিষাক্ত বোমা পড়ার পর পচা-দুর্গন্ধযুক্ত, অস্বাভাবিক গন্ধ পাওয়া গেছে গ্যাসে, যে গ্যাস আকাশকে ভারি করে তুলেছে। অনেকে আক্রান্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বমি করা শুরু করেছে। কখনও কখনও এদের বমি ও ডায়রিয়ার সঙ্গে রক্তপাত হয়েছে।
×