ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি আগামীকাল মিঠামইন আসছেন

প্রকাশিত: ২০:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০১৬

রাষ্ট্রপতি আগামীকাল মিঠামইন আসছেন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ ভাটির শার্দুল খ্যাত মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দুই দিনের সরকারী সফরে নিজ জন্মভূমি জেলার হাওড় অধ্যুষিত উপজেলা মিঠামইনে আসছেন আগামীকাল বৃহস্পতিবার । স্থানীয় মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তিনি মিঠামইন আসছেন। রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে সকাল পৌনে ১১টার দিকে রওনা হয়ে হেলিকপ্টারযোগে বেলা ১১টা ৪০ মিনিটে মিঠামইন উপজেলা হ্যালিপ্যাডে অবতরণ করবেন। রাষ্ট্রপতির প্রকোটল অফিসার রাসেল আহম্মেদ স্বাক্ষরিত সফর সূচি থেকে এসব তথ্য জানা গেছে। এদিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, রাষ্ট্রপতি এই সফরে তাঁর জন্মভূমি মিঠামইন উপজেলাসহ আশপাশ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। প্রথমদিন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হবে। ওইদিন দুপুরে রাষ্ট্রপতি মিঠামইন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ বাজার ঘাট এলাকা পরিদর্শন করবেন। বিকেলে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে তিনি মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। পরদিন শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বাড়ির পাশে জামে মসজিদে জুমা’র নামাজ আদায় করবেন। ওইদিন বিকেল ৪টার দিকে তিনি হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন। তাঁর সফরকালে রাষ্ট্রপতির কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে।
×