ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৮:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে কাশিমপুরের একটি পোল্ট্রি হ্যাচারিতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মঙ্গলবার দুই শ্রমিক মারা গেছে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছে। নিহতরা হলো ইমরান হোসেন (২০) ও সোহাগ (২৪)। গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর শৈলডুবি এলাকার বিশ্বাস পোল্ট্রির প্রতিষ্ঠান ফ্রেশ চিকস লিমিটেডের কয়েক শ্রমিক সোমবার সন্ধ্যায় টিনশেড ভবনের পানির ট্যাঙ্ক সরাচ্ছিল। এ সময় কয়েক শ্রমিক বিদ্যুতের তারের জড়িয়ে আহত হয়। এ সময় পাশে থাকা অন্যরা তাদের ছাড়াতে গিয়ে তারাও বিদ্যুত স্পৃষ্ট হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত ১৪ জনকে পাশর্^বর্তী আশুলিয়ার জামগড়া নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ইমরান হোসেন ও সোহাগকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় অপর একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
×