ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংসদে পরিকল্পনামন্ত্রী

সব জেলাকে রেল যোগাযোগের আওতায় আনা হবে

প্রকাশিত: ০৫:৩৩, ২৭ সেপ্টেম্বর ২০১৬

সব জেলাকে রেল যোগাযোগের আওতায় আনা হবে

বিশেষ প্রতিনিধি ॥ দেশের প্রতিটি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনা হবে। যেসব জেলায় রেললাইন নেই সেসব জেলায় নতুন রেললাইন স্থাপন করা হবে। আর যেসব জেলায় রেললাইন আছে সেসব লাইন সংস্কার করে প্রতিটি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনা হবে। এটা এখন অনেকেরই দাবি। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে সরকারী দলের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সরকারী দলের অপর সদস্য একেএম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের দারিদ্র্য নিরসনকল্পে বর্তমান সরকারের মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। পরিকল্পিত ও সুষম উন্নয়নের মাধ্যমে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য বর্তমান সরকার বিগত মেয়াদে ‘রূপকল্প ঃ ২০২১’-কে সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে ‘বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২১)’ প্রণয়ন করে। প্রেক্ষিত পরিকল্পনায় গৃহীত সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহের অন্যতম হচ্ছে- ‘২০২১ সাল নাগাদ দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনগণের সংখ্যা বর্তমানের (২০১০) ৩১ দশমিক ৫ শতাংশ থেকে ১৩ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা’।
×