ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জন কবির

ফ্যাশন ব্যক্তি স্বাধীনতার অংশ

প্রকাশিত: ০৩:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০১৬

ফ্যাশন ব্যক্তি স্বাধীনতার অংশ

কোথা থেকে শপিং করেন? -আমি শপিং খুব কম করি। আর বলতে পারেন শপিং মলের চেয়ে আমি আমি হঠাৎ করে কেনাকাটায় বিশ্বাসী। এই যেমন রাস্তায় হাঁটছি কোন কিছুতে চোখ পড়ল, হোক কম দামী হোক বেশি দামী সেটা কিনেই বাসায় চলে যাই। শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কি পদক্ষেপ নিয়ে থাকেন? -মানুষের জন্য সবার আগে দরকার সুস্থ থাকা। আর ব্যায়াম বলতে যে পথ আমার রিক্সায় গেলে দশ মিনিট লাগবে সে পথ আমি হেঁটে যাই। আর প্রতিদিন সকালে খালি পায়ে খোলা মাঠে ঘাসে হাঁটি। মাঝে মাঝে এক্সারসাইজ করি তবে সেটা প্রয়োজন মনে হলে। যখন মনে হচ্ছে মেদ বেড়ে যাচ্ছে, ওজন বেড়ে গেছে তখন। কি ধরনের খাবার খেতে পছন্দ করেন? -শুঁটকি ছাড়া সব ধরনের খাবারই খাওয়া হয়। কি ধরনের পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন? -শর্টস আর টি শার্ট বেশি পরা হয়। তবে আমার মনে হয় পোশাক কিছুটা মুডের ওপর এবং উৎসব অনুযায়ী নির্ভর করে। কোন্ ব্র্যান্ড পারফিউম ব্যবহার করেন সবসময়? -যখন যেটা হাতের কাছে পাই। আর সানগ্লাস? -খুব একটা পরা হয় না। কোন্ ধরনের ঘড়ি আপনার পছন্দ? -লেদারের ঘড়ি পছন্দ। যদিও খুব বেশি ঘড়ি পরা হয় না কোন ফ্যাশন আইকনকে কি ফলো করেন? -ফ্যাশন আইকন হিসেবে কাউকেই ফলো করা হয় না। তবে আইকন হিসেবে স্ল্যাশ, এক্সেল এদেরকে পছন্দ। আপনি কি র‌্যাম্প করেন? -কখনো মডেলিংই করা হয়নি সেখানে র‌্যাম্প করার তো প্রশ্নই উঠে না। কি ধরনের জুতা পরতে পছন্দ করেন? -পারলে তো স্যান্ডেলের ওপর দিয়েই চালিয়ে দেই। মাঝে মাঝে বাধ্য হয়ে স্যান্ডেলের বাইরে কিছু পরতে হয়। আর মাঝে মাঝে পারলে হিমুদের মতো খালি পায়ে হাঁটি। ঘুরতে পছন্দ করেন? কোথায় যেতে ভাল লাগে? -ঘুরতে কার না ভাল লাগে বলুন তবে আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আমি একজন বোরিং ট্রাভেলার। দেশের মধ্যে বেশকিছু পছন্দের রিসোর্ট রয়েছে এরমধ্যে নাজিমগড় রিসোর্ট প্রিয়। অবসর সময়ে কি করেন? -অবসর কাটে আমার পোষাপ্রাণীকে নিয়ে। পোষাপ্রাণীটির নাম হলো ‘মেয়ে’। এককথায় আমার মেয়ের সঙ্গে আমার সময় কাটে। শখ কি? -শখ জিনিসটা ছোটবেলায় ছিল বড়বেলায় এসে মনে হচ্ছে সেটা বয়সের সঙ্গে এটা এখন পেশা হয়ে গেছে আমার। মিউজিক করাটাই ছিল আমার শখ। আরেকটা শখ হলো প্লে স্টেশনে গেম খেলা। পছন্দ করি ফিফা এবং পেস খেলতে। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? -এখন যেখানে যেমন আছি সেখানে। এখন কোথায় আছেন? -এই যে হাসিখুশি সুখী মানুষ হিসেবে। প্রিয় মানুষ কে আপনার? -পরিবারের সবাই হচ্ছেন আমার প্রিয়। তবে আমার সবচেয়ে প্রিয় মানুষ হলেন আমার মা। কোন্ ধরনের রঙের পোশাকের প্রতি কি কোন দুর্বলতা আছে কিনা? -হলুদ রঙের প্রতি টানটা একটু বেশিই থাকে সবসময়। ব্যক্তিগতভাবে গাড়ি ব্যবহার করেন? -গাড়ির ব্র্যান্ড এক্সিয়ো। গাড়ি আমি ব্যক্তিগত ব্যবহার করার চেয়ে আমার পরিবারের জন্যই বেশি দরকারী তাই আমার গাড়ি আমার বাবা মায়ের জন্যই। ফ্যাশন বিষয়ে নতুনদের জন্য কিছু বলুন -ফ্যাশন বিষয়টা সম্পূর্ণ নিজের ব্যক্তি স্বাধীনতার অংশ। এখানে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে আমি কেমন পোশাক পরব, কোন পোশাক আমার সঙ্গে ম্যাচ করে। নিজের ইচ্ছের বাইরে পোশাক পরার দরকার নেই। এককথায় ফ্যাশন বিষয়টা হলো পুরোপুরি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা।
×