ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নোবেল-তিশার টেলিফিল্ম ‘আনপ্রেডিকটেবল’

প্রকাশিত: ০৪:২৯, ১৯ সেপ্টেম্বর ২০১৬

নোবেল-তিশার টেলিফিল্ম ‘আনপ্রেডিকটেবল’

সংস্কৃতি ডেস্ক ॥ ঈদের অনুষ্ঠানমালায় সোমবার রাত ১১-৪৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে নোবলে-তিশা অভিনীত বিশেষ টেলিফিল্ম ‘আনপ্রেডিকটেবল।’ তানিন রহমানের রচনা ও মেহেদী হাসান জনির পরিচানায় নোবেল, তিশা ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন। টেলিফিল্মের কাহিনীতে দেখা যাবে ফয়সাল (নোবেল) নিজস্ব একটা ইভেন্ট ফার্মের কর্ণধার। নিজেকে ফিট রাখা অফিস মেইনটেন করা সব কিছু সময়ের তালে করছে ফয়সাল। একদিন ক্লাইন্টের সঙ্গে মিন্টিং এ্যাটেন্ট করার জন্য একটা রেস্টুরেন্টে যায় ফয়সাল আর তার ফ্রেন্ড আতিক। ক্লায়েন্ট বেশি কথা বলায় ফয়সাল একটু বিরক্ত হয়ে সবকিছু আতিককে বুঝিয়ে দিয়ে বাহিরে চলে আসে। বাইরে এসে রাস্তায় কিছুটা দূরে একটা মেয়েকে আবিষ্কার করে ফয়সাল। খুব কিউট একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে মজা করছে। বাচ্চাটা খুব কিউট করে কিস করছে তাকে। এসব দেখে ফয়সাল এক দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে ছিল সেখানে। কিছু সময় পর আতিক সেখানে এসে হাজির হয়। মেয়েটাকে হারায় ফয়সাল তাকে আর দেখতে পায় না। এর পর এই মেয়েটাকে রাস্তায় কোণ্ েচায়ের দোকানে জগিংয়ের সময় পার্কে মিটিংয়ের সময় মার্কেটে দেখতে পেয়েও হারায় ফয়সাল। ফাইনালি আর একদিন মার্কেটের সিঁড়ি লিফট দিয়ে নামছিল মেয়েটি। সিঁড়ি থেকে নামার পর হঠাৎ মেয়েটি থেমে যায়। থেমে যেয়ে সে তার হাতের দিকে তাকায়, দেখল কেউ একজন তার হাত ধরে আছে। হাই হ্যালো করতে করতে কিছু সময় কথা বলে দুজনে। তারপর ফয়সাল মেয়েটিকে অফার করে একটা রেস্টুরেন্টে বসে কথা বলার। তারপর ফরসাল আর মেয়েটি রেস্টুরেন্টে বসে গল্প করার ফাঁকে ফয়সাল মেয়েটিকে প্রপোজ করে বসে এবং সেলফোন নাম্বার চায়। মেয়েটা তাকে না বলে সেখান থেকে চলে যায়। ফয়সাল তার পিছু ছাড়ে না, মেয়েটি যে দোকানে যায় সেখানেই যেয়ে হাজির হয় ফয়সাল। কাছে যেয়েই বলে নাম্বারটা দাও। এভাবে কিছু দোকান যাওয়ার পর মেয়েটি একটা অলঙ্কারের দোকানে গিয়ে হাজির হয়। মেয়েটি এবার ছেলেটিকে খুঁজতে থাকে। কিছু সময় পর দেখা যায় ফয়সাল মেয়েটির পেছনে দাঁড়িয়ে আছে। একটু চমকে ওঠে মেয়েটি। কথায় কথায় মেয়েটি একটা শর্তে নাম্বারটি দিতে রাজি হয়। এই নাম্বারটি নিয়ে আগামী একমাস ফোন করতে পারবে না ম্যাসেজ দিতে পারবে না এমনকি তার পিছুও নিতে পারবে না এমন শর্তে রাজি থাকলে সে নাম্বারটি নিতে পারে।
×

শীর্ষ সংবাদ: