ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভালুকায় বজ্রপাত ॥ আগুনে ১২ ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ০৪:২৭, ১৯ সেপ্টেম্বর ২০১৬

ভালুকায় বজ্রপাত ॥ আগুনে ১২ ঘর পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৮ সেপ্টেম্বর ॥ জামিরদিয়া গ্রামে রবিবার দুপুরে গ্যাসের রাইজারে বজ্রপাত হলে আব্দুল মতিন মৌলভীর বাড়ির ১২টি ঘর পুড়ে গেছে। জানা যায়, ঘটনার সময় বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয়। গ্যাসের রাইজারে বজ্রপাত হলে মতিন মৌলভীর ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১২টি রুমের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনে। করিমগঞ্জে দুই কৃষক নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ থেকে জানান, করিমগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে হারিছ মিয়া (৬২) ও রমজান মিয়া (৪০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বারঘরিয়া ও গুণধর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার বারঘরিয়া ইউনিয়নের আব্দুল গফুরের ছেলে কৃষক হারিছ মিয়া দুপুরে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি আহত হন। অপরদিকে একই সময়ে গুণধর ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে কৃষক রমজান মিয়া বাড়ির পাশে জমিতে সেচ দেয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে ড্যাফোডিল ভার্সিটি প্রতিনিধি দলের সাক্ষাত গত বৃহস্পতিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের সঙ্গে তার অফিসে সাক্ষাত করেন। সাক্ষাতকালে প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীকে জানান, আশুলিয়ায় এক শ’ একর জায়গার ওপর পরিবহন, খেলাধুলা, ৬০০০ আসনবিশিষ্ট মাল্টিপারপাস কনভেনশন সেন্টার, অডিটরিয়াম, শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধাসংবলিত আন্তর্জাতিক মানের বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। সাক্ষাতকালে প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীকে জানান যে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন দেশের প্রায় ২৫০ জন বিদেশী শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউছুফ এম. ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহাবুব-উল-হক মজুমদার, কোষাধ্যক্ষ হামিদুল হক খান, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইরমান হোসেন এবং উর্ধতন সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ আনোয়ার হাবিব কাজল। -বিজ্ঞপ্তি স্টামফোর্ড ভার্সিটিতে কর্মশালা সম্প্রতি ইউজিসি এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের যৌথ উদ্যোগে স্টামফোর্ডের সকল বিভাগে সেলফ এ্যাসেসমেন্টের ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের সভাপতি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রফেসর ড. এমএ হান্নান ফিরোজ অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান বক্তা হিসেবে ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ এবং বিশেয বক্তা হিসেবে ছিলেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. কে মউদুদ ইলাহী। আইকিউএসির পরিচালক ড. শহিদুল কবির এবং অতিরিক্ত পরিচালক আজিজুল হকের যৌথ পরিচালনায় দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার মান নিশ্চিতকরণ এবং বিশ্ব প্রেক্ষিতে স্টামফোর্ডের কার্যনির্ধারণীবিষয়ক আলোচনা হয়। -বিজ্ঞপ্তি
×