ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদিতে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ নিহত

প্রকাশিত: ০৪:১২, ১৯ সেপ্টেম্বর ২০১৬

সৌদিতে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া প্রধান নগরী দাম্মামে শনিবার রাতে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের হামলায় দুই সৌদি পুলিশ নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে। খবর এএফপির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সৌদি প্রেস এজেন্সিকে বলেন, স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে পুলিশের একটি গাড়িতে করে ওই দুই কর্মকর্তা টহল দিচ্ছিলেন। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় ওই দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। মিসরে পাঁচ মানবাধিকার কর্মীর সম্পদ জব্দ বিশিষ্ট পাঁচ মানবাধিকারকর্মী ও তিন বেসরকারী সংস্থার সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে মিসরের একটি আদালত। ২০১১ সালের একটি মামলায় বিদেশী অর্থ গ্রহণের জন্য তাদের অভিযুক্ত করা হয়। খবর বিবিসির। আসামিরা দোষী সাব্যস্ত হলে তাদের ২৫ বছরের কারাদ- দেয়া হবে। যাদের সম্পদ জব্দ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী হুসসাম বাগাত। অপর চার মানবাধিকারকর্মী হলেন- গামাল ঈদ, বাহে আল-দ্বীন হাসান, মুস্তাফা আল-হাসান ও আব্দেল হাফিজ তায়েল। টুইটারের পরিবর্তন! টুইটারে ১৪০ অক্ষরের সীমায় ছাড় দেয়া হচ্ছে। যেকোন ধরনের এ্যাটাচমেন্ট যেমন গিআইএফ, ছবি, ভিডিও, পোল ইত্যাদির জন্য ক্যারেক্টার লিমিট যেমন কমে আসত, এবার থেকে তা আর হবে না। ফলে নিজের বক্তব্য লেখার পরে ইচ্ছেমতো ছবি, ভিডিও আপলোড করতে পারবেন ব্যবহারকারী। -ব্লুমবার্গ চিরযুবতী মেয়েরা... পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার কাছে হানজা উপত্যকা। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই এলাকার মহিলারা চিরযুবতী। একজন ৮০ বছরের বৃদ্ধাকে অনায়াসে ৩০-৩৫ বছরের যুবতী মনে হয়। আর ৬০ বছর বয়সে মা হওয়াটা এখানে খুবই স্বাভাবিক। ৯০ বছরের বৃদ্ধ হচ্ছেন ফুটফুটে সন্তানের গর্বিত বাবা। উপত্যকার জনসংখ্যা প্রায় ৮৭ হাজার। গড় আয়ু ১৫০ বছর। প্রচ- ঠা-ায় চারপাশ জমে গেলেও কনকনে ঠা-া পানিতেই সবাই গোসল করে। অতি সাধারণ জীবনযাপনেই হয়ত লুকিয়ে রয়েছে চিরযৌবনের রহস্য। -স্পিরিট সাইন্স
×