ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে অনুশীলন আজ থেকে, ফিরেছেন দুই কোচ হাতুরাসিংহে-ওয়ালশ

মাশরাফি-মুশফিকদের ব্যস্ত সময় শুরু

প্রকাশিত: ০৬:৪২, ১৮ সেপ্টেম্বর ২০১৬

মাশরাফি-মুশফিকদের ব্যস্ত সময় শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ আজ থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন। সকাল আটটায় প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহের কাছে রিপোর্ট করবেন ২০ ক্রিকেটার। এরমধ্য দিয়ে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের চূড়ান্ত প্রস্তুতিও শুরু হয়ে যাবে। সেই সঙ্গে শুরু হয়ে যাবে টানা দেড় বছরের জন্য ব্যস্ত সময়ও। মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহদের বিরামহীন ক্রিকেটের মধ্যেই থাকতে হবে। সেই ব্যস্ততার মাঠের লড়াই আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলতে নেমেই শুরু হবে। আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নামতে হবে বাংলাদেশ ক্রিকেটারদের। ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলবে বাংলাদেশ। ৭, ৯ ও ১২ অক্টোবর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ২০ অক্টোবর প্রথম ও ২৮ অক্টোবর দ্বিতীয় টেস্ট শুরু হবে। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২০ সদস্যের পুল আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে পুলে আছেনÑ তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহীম, সাব্বির রহমান রুম্মন, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শুভাশীষ রায় চৌধুরী, মেহেদী মিরাজ, মোশাররফ হোসেন রুবেল, আলাউদ্দিন বাবু ও আল আমিন হোসেন। এ পুলে আছেন পেসার তাসকিন আহমেদও। যিনি বোলিং এ্যাকশন শুধরানোর পরীক্ষা দিয়েছেন। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে গত ৮ সেপ্টেম্বর পরীক্ষা দিয়ে এসেছেন। এখন পরীক্ষার ফলের জন্য অপেক্ষায় আছেন। সেই ফল ১৪ দিনের মধ্যেই দিয়ে দেয়ার কথা। সেই হিসেবে ২১ সেপ্টেম্বরের মধ্যেই তাসকিনের বোলিং এ্যাকশন পরীক্ষার ফল এসে পড়ার কথা। এজন্য বিসিবির নির্বাচক কমিটিও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণার আগে অপেক্ষা করবেন। ২১ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান ক্রিকেট দল। সেদিনই ১৪ সদস্যের বাংলাদেশ দলও ঘোষণা হতে পারে। আর যদি এর আগে তাসকিনের ফল এসে যায়, তাহলে ২০ সেপ্টেম্বর চূড়ান্ত দল ঘোষণা হয়ে যাবে। তাসকিনকে দলে রাখতেই নির্বাচকদের এ অপেক্ষা। তবে অন্য ক্রিকেটাররা পুরোদমে অনুশীলনেই ব্যস্ত হয়ে পড়বেন। ঈদের আগে ছুটি মিলেছে। সেই ছুটি কাটিয়ে আজ থেকে আবার মিরপুর স্টেডিয়ামও ক্রিকেটারদের পদচারণায় মুখোর হয়ে উঠবে। ক্রিকেটাররা টানা ব্যস্ত সময়ের মধ্যেও ঢুকে যাবেন। যে ব্যস্ততা ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত টানা চলতেই থাকবে। এমনই অবস্থা যে, ক্রিকেটারদের দম ফেলার ফুরসতও মিলবে না। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে শুরু করে ২০১৮ সালের মার্চ পর্যন্ত দেড় বছর টানা খেলার মধ্যেই থাকতে হবে। টি২০ বিশ্বকাপের পর মার্চ থেকে যে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না ক্রিকেটাররা, তারও অবসান ঘটবে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। যখন টেস্ট সিরিজ খেলবে, তখন গতবছর জুলাই-আগস্টের পর, ১৩ মাস পর আবার টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এরপর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে, তিন টি২০ ও দুই টেস্ট খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার মধ্য দিয়ে ২০১৪ সালের সেপ্টেম্বরের পর, দুই বছর পর আবার দেশের বাইরে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর মাঝে দেড়মাসের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট না থাকলেও বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা। জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে ফেব্রুয়ারির শুরুতে ভারতের মাটিতে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথমবার টেস্ট খেলবে বাংলাদেশ। ৮ ফেব্রুয়ারি হায়দরাবাদে ভারতের বিপক্ষে বাংলাদেশ-ভারত একমাত্র টেস্টটি শুরু হবে। ভারতের বিপক্ষে খেলার পরই আবার শ্রীলঙ্কা সফর রয়েছে বাংলাদেশের। দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি২০ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। এ সফর শেষে একটু বিরতি মিলবে। তবে ঢাকা লীগ হলে তা খেলতে হবে। নয়তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ডে জুনে অনুষ্ঠিত হবে, এরজন্য প্রস্তুত হতে হবে। এরআগেই মে মাসে আয়ারল্যান্ডে একটি তিনজাতি সিরিজ খেলবে বাংলাদেশ। যে সিরিজে বাংলাদেশ, আয়ারল্যান্ড ছাড়াও থাকবে নিউজিল্যান্ড। ডাবল লীগ পদ্ধতির এ সিরিজ শেষেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এসেই আবার আরেকটি সিরিজের জন্য বাংলাদেশকে প্রস্তুত হতে হবে। এবার পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে দুই টেস্ট, তিন ওয়ানডে ও ১টি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। জুলাই মাস জুড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে আগস্টের শুরুতেই আবার অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। আইসিসির ভবিষ্যত সফরসূচী অনুযায়ী অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টেস্ট ও তিন ওয়ানডে সিরিজ খেলার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। আবার এরমধ্যে গত বছর অক্টোবরে যে অস্ট্রেলিয়া বাংলাদেশে এসে খেলে যায়নি, সেই টেস্টটিও হতে পারে। অবশেষে বাংলাদেশ ক্রিকেটাররা খানিকটা বিরতি পাবে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পুরো মাসজুড়েই বিরতি পাবে। ২০১৭ সালের আগস্টে গিয়ে আবার ব্যস্ত হতে হবে। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মাটিতে অক্টোবর-নবেম্বরে ২ টেস্ট, তিন ওয়ানডে ও ২ টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। নবেম্বরের মাঝামাঝি সিরিজ শেষে বছরটিতে আর কোন সিরিজ নেই। তবে আবার বিপিএল খেলতে হতে পারে। ২০১৮ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট ও ১টি টি২০ সিরিজ খেলার পর তিনজাতি সিরিজও খেলতে পারে বাংলাদেশ। মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ২ টেস্ট, তিন ওয়ানডে ও ১টি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর আবার বিরতির মধ্যে পড়বে বাংলাদেশের ক্রিকেট। তবে সেই বিরতির আগে ব্যস্ত সময়ই কাটাতে হবে ক্রিকেটারদের। যে ব্যস্ততা আজ অনুশীলন দিয়েই মূলত শুরু হয়ে যাচ্ছে।
×