ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হজ করতে সৌদি আরব গেলেন খালেদা জিয়া

প্রকাশিত: ০৫:৫২, ৮ সেপ্টেম্বর ২০১৬

হজ করতে সৌদি আরব গেলেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ হজ করতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বুধবার বিকেল ৫ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা দেন। এ সময় বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীরা তাকে বিদায় জানান। পবিত্র হজ পালন শেষে ২০ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। জানা যায়, হজ পালনের পাশাপাশি খালেদা জিয়া সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের রাজকীয় মেহমান হিসেবে আতিথ্য গ্রহণ করবেন। লন্ডন থেকে তার বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডাঃ জোবাইদা রহমান ও নাতনি সায়মা রহমানও আসবেন । মালয়েশিয়া থেকে প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানও খালেদা জিয়ার সঙ্গে সৌদি আরবে যোগ দিচ্ছেন। তবে পরীক্ষা থাকায় তার মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান শর্মিলা রহমানের সঙ্গে যেতে পারেননি। আর হজ করতে আগেই সৌদি আরব পৌঁছেছেন তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু, তার বড় মেয়ে শাহীনা খান ও মেয়ের জামাই সৈয়দ শফিউজ্জামান। তারাও সৌদি আরবে খালেদা জিয়ার সঙ্গে একত্রিত হবেন বলে জানা গেছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তার মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ কামাল তাজ, একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা। বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমান বন্দরের উদ্দেশে রওনা করেন খালেদা জিয়া। বিকেল ৩টা ৫০ মিনিটে বিমান বন্দরে এলাকায় পৌঁছলে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নিতাই রায় চৌধুরী, ডাঃ জাহিদ হোসেন, সাংঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ও শামা ওবায়েদ। উল্লেখ্য, তারেক রহমান সৌদি আরবে আসার ভিসা না পাওয়ায় গতবছর হজ করতে যাওয়ার প্রস্তুতি নিয়েও আর যাননি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। পরে ১৫ সেপ্টেম্বর তিনি ছেলের সঙ্গে দেখা করতে লন্ডন যান। ছেলে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ২ মাসেরও বেশি সময় লন্ডন অবস্থান করে ২১ নবেম্বর তিনি দেশে ফিরেন। এ বছর রোজার মাসেও তিনি সৌদি আরব যেতে চেয়েছিলেন। কিন্তু বিভিন্ন কারণে তখন তার সৌদি আরব যাওয়া হয়নি। খালেদা জিয়া সর্বশেষ ২০১৪ সালের জুলাই মাসে ওমরাহ করতে সপরিবারে সৌদি আরব গিয়েছিলেন।
×