ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরমাণু শক্তি বাড়ান ॥ সেনাবাহিনীকে কিম জং উন

প্রকাশিত: ০৩:৪২, ৭ সেপ্টেম্বর ২০১৬

পরমাণু শক্তি বাড়ান ॥ সেনাবাহিনীকে কিম জং উন

উত্তর কোরীয় নেতা কিম জং উন সম্প্রতি তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের নির্দেশ দেয়ার পর পিয়ং ইয়ংয়ের পরমাণু শক্তি বৃদ্ধি অব্যাহত রাখার জন্য তার সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র জাপান সাগরে উত্তর কোরিয়ার সোমবারের পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তীব্র নিন্দা জানিয়েছে এবং এ ধরনের উস্কানিমূলক কর্মকা- থেকে বিরত থাকার জন্য পিয়ং ইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়েছে। টোকিওসহ ওয়াশিংটন এ পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রতিবাদ জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছে। খবর এএফপি ও পিটিআই অনলাইনের। চীনে যখন জি-২০ বিশ্ব নেতাদের শীর্ষ বৈঠক চলছে তখন পিয়ং ইয়ংয়ের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে এক নতুন শক্তি প্রদর্শন বলে উল্লেখ করেছে সিউল। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বলেছে, কিম এ ঐতিহাসিক বছরে পরমাণু শক্তি বৃদ্ধিতে ক্রমান্বয়ে বিস্ময়কর অর্জন অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। কিম তার সামরিক বাহিনীর ফায়ার ড্রিল ইউনিটের দক্ষতা পরীক্ষার উদ্দেশ্যে একটি সংশ্লিষ্ট ড্রিল এবং মোতায়েনকৃত উন্নত ব্যালিস্টিক রকেট পরিদর্শন করছিলেন। কেসিএনএ বলেছে, কিম রকেটগুলোর আক্রমণ দক্ষতাকে যথাযথ বলে অভিহিত করে ব্যালিস্টিক রকেটের ক্রমাগত সফল ফায়ারিং ড্রিলের ব্যাপারে বেশ সন্তোষ প্রকাশ করেন। রেস্তরাঁয় অভিনব নোটিস... স্পেনের কোস্তা ব্রাভা এলাকার মারিসেল ভ্যালেন্সিয়া মাদ্রিদ রেস্তরাঁ গ্রাহকদের ভদ্রতা ও শালীনতা বজায় রাখতে অভিনব এক নোটিস দিয়েছে। হুকুম করার ঢংয়ে কফি অর্ডার করলে ৫ ইউরো, কিছুটা নরম হয়ে কফির অর্ডার করলে ৩ দশমিক ৫ ইউরো এবং গুড মর্নিং বললে কফির দাম হবে ১ দশমিক ৩ ইউরো। -ওয়েবসাইট পা-া বাঁচাতে বাঁশবন! কয়েক বছর ধরে চীন ক্রমাগত চেষ্টা চালিয়েছে নতুন করে বাঁশবন তৈরি করার, যাতে জায়ান্ট পা-ারা তাদের স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ ও খাদ্য ফিরে পায়। কারণ তাদের প্রধান খাবার বাঁশ। একটি পা-ার বেঁচে থাকতে প্রতিদিন ১২-৩৮ কেজি পর্যন্ত বাঁশ খাওয়া জরুরী। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার্ভেশন অব নেচারের (আইইউসিএন) বিপন্ন প্রজাতির প্রাণীবিষয়ক নতুন রিপোর্টে বলা হয়েছে, চীনে জায়ান্ট পা-া প্রজননের উন্নতি হওয়ায় বিপন্ন থেকে ক্ষয়িষ্ণু শ্রেণীতে উত্তরণ হয়েছে তাদের। বর্তমানে ছোট-বড় মিলিয়ে মোট দুই হাজার ৬০টি পা-া রয়েছে। -এই সময়
×