ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম শুরু

প্রকাশিত: ০৪:০৯, ৪ সেপ্টেম্বর ২০১৬

অবশেষে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম শুরু

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া ॥ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে পায়রা সমুদ্র বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হলো। শনিবার বেলা ২টা ৫৫ মিনিটে ১২ হাজার ৫০২ মেট্রিক টন ক্লিংকারবাহী মাদার ভেসেল (এমভি) এফএস বীচ থেকে লাইটার জাহাজ এমভি চান সরদারে ক্লিংকার লোড করার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। ফলে এ ক্ষণটি দেশের ইতিহাসের একটি নতুন অধ্যায় হয়ে থাকল। ঘটল দেশের তৃতীয় সমুদ্র বন্দরের অগ্রযাত্রা। রামনাবাদের অভ্যন্তরীণ ইনার চ্যানেল চারিপাড়া পয়েন্টে এ পণ্য খালাস কার্যক্রম শুরু করা হয়। মালয়েশিয়া থেকে মাদার ভেসেলটি মদিনা গ্রুপের এ পরিমাণ ক্লিংকার নিয়ে ১৪ আগস্ট বহির্নোঙ্গরে এসে পৌঁছে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পণ্য এতদিন খালাস করা যায়নি। লাইটার জাহাজ এমভি চান সরদার ১১ শ’ মেট্রিক টন ক্লিংকার বোঝাই করে আগামী ৮ সেপ্টেম্বর মদিনা গ্রুপের আরও তিনটি জাহাজ হাজী সেলিম-২, হাজী সেলিম-১ ও বেগম সালেহা বাকি পণ্য নিয়ে ঢাকার মেঘনাঘাটের উদ্দেশে রওনা হবে বলে জানা গেছে। পণ্য খালাসের আনুষ্ঠানিকতা শুরু হয় মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে। এ সময় বন্দর চেয়ারম্যান ক্যাপ্টেন সাইদুর রহমান, মদিনা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক সোলায়মান সেলিম, মদিনা গ্রুপের ডিজিএম মাহাবুব আলম, ডিজিএম কামরুল হাসান, উপদেষ্টা গোলাম হোসেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননুসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। মাদার ভেসেল এফএস বীচের ক্যাপ্টেন ডোয়ান মাই ফু জানান, সাগর মোহনা থেকে এ চ্যানেলের চারিপাড়া পয়েন্টে পণ্যবাহী জাহাজ নিয়ে আসতে নাব্য সমস্যায় পড়তে হয়নি, বরং সাচ্ছন্দ্যবোধ করেছেন। লাইটার জাহাজ এমভি চান সরদারের মাস্টার নিজাম উদ্দিন বলেন, আমি প্রথম জাহাজে এ বন্দর থেকে পণ্য বহন করতে পেরে আনন্দিত, আপ্লুত। তিনি আরও জানান, দুর্যোগকালেও এ বন্দরের রামনাবাদ চ্যানেলে পণ্য খালাস করতে কোন সমস্যা হবে না। পায়রা বন্দর কর্তৃপক্ষের চীফ হাইড্রোগ্রাফার কমান্ডার এম হাবিব-উল-আলম জানান, বহির্নোঙ্গর থেকে পণ্যবাহী মাদার ভেসেল রামনাবাদ চ্যানেলে নিয়ে আসতে কোন ধরনের সমস্যা হয়নি। ভুগতে হয়নি কোন শঙ্কায়। কোন ধরনের ড্রেজিং ছাড়াই নির্বিঘেœ পণ্যবাহী জাহাজ খালাস করতে পেরে সবাই আনন্দিত। বন্দরসূত্রে জানা গেছে, আজ রবিবার প্রথম পণ্যবাহী জাহাজ ফরচুন বার্ড পণ্য খালাসের জন্য রামনাবাদ চ্যানেলে এসে পৌঁছবে। বন্দরসূত্রে আরও জানা গেছে, আরও পণ্যবাহী কয়েকটি মাদার ভেসেল রামনাবাদ চ্যানেলে এসে পৌঁছবে। মোট কথা পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলে এখনও পণ্য খালাসের কার্যক্রম চলছে জোরেশোরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে ১৩ আগস্ট দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার পণ্য খালাস কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সমুদ্রবন্দর প্রকল্পের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২০১৩ সালের ১৯ নবেম্বর। এ অঞ্চলের মানুষের কাছে ওই দিনটি হয়ে আছে ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ হিসেবে। যা ছিল মানুষের কাছে স্বপ্নের মতো। এখন এর বাস্তব প্রতিফলন দেখছেন তারা। ফলে অজানা, অচেনা এ জনপদ এখন হয়ে আছে কর্মমুখর। ব্যাপক কর্মযজ্ঞ চলবে অন্তত টানা ১৫ বছর। হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকা-ে মানুষ সারা বছর থাকবে সম্পৃক্ত। ২০১৮ সালে পুরোদমে চালু হবে বন্দরটির কার্যক্রম। টিয়াখালীতে ১৬ একর জমি অধিগ্রহণ করে পায়রা বন্দর প্রকল্প এলাকার কার্যক্রম শুরু হয়।
×